ব্রেকিং নিউজ :
প্রশ্নবিদ্ধ আলিস ইসলামের বোলিং অ্যাকশন
প্রশ্নবিদ্ধ আলিস ইসলামের বোলিং অ্যাকশন।
বিষয়টা জানিয়েছেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। ব্রডকাস্ট চ্যানেলকে তিনি বলেন, আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।
সন্দেহের কারণে ২০ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে আলিস আল ইসলামকে দলে নেয়নি চিটাগং কিংস। ওই ম্যাচে ১১১ রানের বড় ব্যবধানে জিতে চিটাগং। কিন্তু আলিস আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ছিলেন, ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
আজ খেললেও ঢাকায় ফিরে পরীক্ষা দিতে হবে আলিসকে। ২৫ জানুয়ারি ওই পরীক্ষা হবে, পরীক্ষার পর বাকি অগ্রগতি জানা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।
আলিস আল ইসলামের বোলিং আগেও প্রশ্নবিদ্ধ হয়েছিল। ২০১৯ সালে অভিষেক আসরে অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় পরীক্ষায় উতরাতে পারেননি তিনি। পড়ে চোটের কারণে ছিটকে যান ৮ মাসের জন্য। এরপর ত্রুটি কাটিয়ে আবার ক্রিকেটে ফেরেন তিনি।
ফর্ম দিয়ে বাংলাদেশ জাতীয় দলেও ডাক পেয়েছিলেন আলিস। কিন্তু একটি ম্যাচও খেলা হয়নি তার।
এবারের বিপিএলে ৮ ম্যাচ খেলেছেন আলিস, তাতে তিনি আসরের চতুর্থ সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। ১৬.৫৮ গড় ও ৬.৪১ ইকোনমিতে নিয়েছেন ১২ উইকেট। তার দলও আছে মোটামুটি ভালো অবস্থানে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আলিস ইসলাম ক্রিকেট খেলা প্রশ্নবিদ্ধ