ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অবশেষে ট্রাম্পের শর্তে রাজি কলম্বিয়া Logo ৭ কলেজ ইস্যুতে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এবার আল্টিমেটাম দিয়ে নিউমার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের Logo ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ Logo হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয় Logo ইভিএম প্রকল্পের ১৬০০ মেশিন গায়েব, ব্যবস্থা নেবে দুদক Logo বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা! Logo সাইফের ওপর হামলার ঘটনায় ‘নির্দোষ’ ব্যক্তি আটক, হারিয়েছেন চাকরি-বিয়ে Logo আগামী নির্বাচন আমাদের হারানো ভাবমূর্তি ফিরে পাওয়ার নির্বাচন: ইসি Logo দায়িত্ব নিয়ে প্রথম সাক্ষাৎকারে কী বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট?

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি।

মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এবারের বিপিএলে তার চেয়ে বেশি আলোচনা অনিয়ম নিয়ে। স্পট ফিক্সিংয়ের তির তো আছেই, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়াও পরিশোধ করছে না।

বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর প্লেয়াররা কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন, দলটির শ্রীলঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন তো বিসিবিতে অভিযোগই দিয়েছেন। এই বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংসও।


চিটগং কিংসের পারভেজ হোসেন ইমন এখনও বেতন পাননি। এর ব্যাখ্যায় দলটির মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই ইমন পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে।’ কিছুদিন আগে সময় সংবাদে খবর হয়েছিল, শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দোর অর্থ নিয়েও গড়িমসি করছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।


বিসিবি জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড মিটিং করেছে সংগঠনটি। মিটিং শেষে জানা গেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু পেয়েছেন মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব মাহবুব আনামের কাঁধে।
 

তারা দুজন মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই মিঠু জানান, বেতন সংক্রান্ত ইস্যুতে তারা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। মিঠু বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ডাকা হয়েছে। যাতে এরকম অবস্থা না হয়, একটা তো হয়ে গেছে। কার দোষ আমরা সেখানে না যাই, ঘটনা ঘটেছে।’

মাহবুব আনাম বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা ব্যাপারটাকে ডিল করছি, পত্র দিয়েছি। চুক্তি অনুযায়ী যেন ব্যাপারগুলো সমাধান করা হয়। আমরা সব কার্যক্রম করছি এবং আগামী ৪৮ ঘণ্টা সেই কার্যক্রম চলমান থাকবে।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৩ বার পড়া হয়েছে

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

আপডেট সময় ১০:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি।

মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এবারের বিপিএলে তার চেয়ে বেশি আলোচনা অনিয়ম নিয়ে। স্পট ফিক্সিংয়ের তির তো আছেই, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়াও পরিশোধ করছে না।

বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর প্লেয়াররা কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন, দলটির শ্রীলঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন তো বিসিবিতে অভিযোগই দিয়েছেন। এই বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংসও।


চিটগং কিংসের পারভেজ হোসেন ইমন এখনও বেতন পাননি। এর ব্যাখ্যায় দলটির মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই ইমন পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে।’ কিছুদিন আগে সময় সংবাদে খবর হয়েছিল, শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দোর অর্থ নিয়েও গড়িমসি করছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।


বিসিবি জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড মিটিং করেছে সংগঠনটি। মিটিং শেষে জানা গেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু পেয়েছেন মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব মাহবুব আনামের কাঁধে।
 

তারা দুজন মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই মিঠু জানান, বেতন সংক্রান্ত ইস্যুতে তারা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। মিঠু বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ডাকা হয়েছে। যাতে এরকম অবস্থা না হয়, একটা তো হয়ে গেছে। কার দোষ আমরা সেখানে না যাই, ঘটনা ঘটেছে।’

মাহবুব আনাম বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা ব্যাপারটাকে ডিল করছি, পত্র দিয়েছি। চুক্তি অনুযায়ী যেন ব্যাপারগুলো সমাধান করা হয়। আমরা সব কার্যক্রম করছি এবং আগামী ৪৮ ঘণ্টা সেই কার্যক্রম চলমান থাকবে।’