ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি।

মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এবারের বিপিএলে তার চেয়ে বেশি আলোচনা অনিয়ম নিয়ে। স্পট ফিক্সিংয়ের তির তো আছেই, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়াও পরিশোধ করছে না।

বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর প্লেয়াররা কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন, দলটির শ্রীলঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন তো বিসিবিতে অভিযোগই দিয়েছেন। এই বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংসও।


চিটগং কিংসের পারভেজ হোসেন ইমন এখনও বেতন পাননি। এর ব্যাখ্যায় দলটির মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই ইমন পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে।’ কিছুদিন আগে সময় সংবাদে খবর হয়েছিল, শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দোর অর্থ নিয়েও গড়িমসি করছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।


বিসিবি জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড মিটিং করেছে সংগঠনটি। মিটিং শেষে জানা গেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু পেয়েছেন মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব মাহবুব আনামের কাঁধে।
 

তারা দুজন মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই মিঠু জানান, বেতন সংক্রান্ত ইস্যুতে তারা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। মিঠু বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ডাকা হয়েছে। যাতে এরকম অবস্থা না হয়, একটা তো হয়ে গেছে। কার দোষ আমরা সেখানে না যাই, ঘটনা ঘটেছে।’

মাহবুব আনাম বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা ব্যাপারটাকে ডিল করছি, পত্র দিয়েছি। চুক্তি অনুযায়ী যেন ব্যাপারগুলো সমাধান করা হয়। আমরা সব কার্যক্রম করছি এবং আগামী ৪৮ ঘণ্টা সেই কার্যক্রম চলমান থাকবে।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৬২ বার পড়া হয়েছে

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি

আপডেট সময় ১০:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিপিএলে প্লেয়ারদের বেতন ইস্যু সমাধানে কাজ করছে বিসিবি।

মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা, এবারের বিপিএলে তার চেয়ে বেশি আলোচনা অনিয়ম নিয়ে। স্পট ফিক্সিংয়ের তির তো আছেই, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের বকেয়াও পরিশোধ করছে না।

বেতন না পেয়ে দুর্বার রাজশাহীর প্লেয়াররা কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন, দলটির শ্রীলঙ্কান রিক্রুট লাহিরু সামারাকুন তো বিসিবিতে অভিযোগই দিয়েছেন। এই বিতর্কে জড়িয়েছে চিটাগং কিংসও।


চিটগং কিংসের পারভেজ হোসেন ইমন এখনও বেতন পাননি। এর ব্যাখ্যায় দলটির মালিক সামির কাদের চৌধুরী বলেন, ‘যেকোনো একটা ব্যক্তিগত কারণেই ইমন পেমেন্ট পায়নি। সবাই পেয়েছে, ও পায়নি যে এটা নিয়ে একটা আলোচনা করতে হবে। সেই সুযোগটা হয়নি আরকি। আমার সঙ্গে কথা হয়েছে।’ কিছুদিন আগে সময় সংবাদে খবর হয়েছিল, শ্রীলঙ্কান পেসার বিনোরা ফার্নান্দোর অর্থ নিয়েও গড়িমসি করছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।


বিসিবি জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানের চেষ্টা করছে। শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড মিটিং করেছে সংগঠনটি। মিটিং শেষে জানা গেছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু পেয়েছেন মিডিয়া কমিউনিকেশন কমিটির দায়িত্ব আর গ্রাউন্ডস কমিটির দায়িত্ব মাহবুব আনামের কাঁধে।
 

তারা দুজন মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানেই মিঠু জানান, বেতন সংক্রান্ত ইস্যুতে তারা প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে ডেকেছেন। মিঠু বলেন, ‘সব ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু ডাকা হয়েছে। যাতে এরকম অবস্থা না হয়, একটা তো হয়ে গেছে। কার দোষ আমরা সেখানে না যাই, ঘটনা ঘটেছে।’

মাহবুব আনাম বলেন, ‘চুক্তি অনুযায়ী আমরা ব্যাপারটাকে ডিল করছি, পত্র দিয়েছি। চুক্তি অনুযায়ী যেন ব্যাপারগুলো সমাধান করা হয়। আমরা সব কার্যক্রম করছি এবং আগামী ৪৮ ঘণ্টা সেই কার্যক্রম চলমান থাকবে।’