ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

বিগত শাসকদের ইতিহাস নতুন করে মনে করিয়ে দেবার কিছু নাই: রেজাউল করীম

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বিগত শাসকদের ইতিহাস নতুন করে মনে করিয়ে দেবার কিছু নাই: রেজাউল করীম।

এ দেশে বিগত শাসকদের ইতিহাস বাংলাদেশের জনগণকে নতুন করে মনে করিয়ে দেবার কিছু নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে গত শাসকদের আমলে বাংলাদেশ কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের পরিচালনায় হাজার হাজার মা সন্তান হারা হয়েছে। আমরা তাদের পরিচালনায় দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে দেখেছি। এর পরিবর্তন আমাদেরই করতে হবে।’


তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মনে নতুন করে আশা তৈরি হয়েছে। এবং তারা এটাও বুঝে গেছে বিগত দিনে যারা এ দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে নতুন করে কিছু আর পাওয়ার নেই।’

রেজাউল করীম বলেন, ‘আমরা যারা দেশকে ভালোবাসি, ইসলাম ও মানবিকতাকে ভালোবাসি তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মঙ্গল কামনা করলে আমাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে।’

একই সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘অভ্যুত্থানের ৫ মাস পর যখন দিল্লির পররাষ্ট্র সচিব বললেন, নির্বাচিত সরকার এলে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবো। তার দুদিন পরেই দেখা গেল, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছেন, অতিদ্রুত নির্বাচন দেন। নির্বাচিত সরকারই এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘হঠাৎই তাদের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নিরপেক্ষ সরকার চায়, যে সরকার এক/একারোর নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল। সেরকম একটি নিরপেক্ষ সরকার তারা চায়, যাতে তাদের ক্ষমতার মসনদে বসিয়ে দেয়া হয়।’
 

তিনি আরও বলেন, ‘তাদের সে কথার দুদিন পরে আমরা দেখছি, মোহাম্মদ আলী আরাফাত ফেসবুকে লিখেছে, সেও একটি নিরপেক্ষ সরকার চায়। ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষ নয়। আপনাদের ভাষার সঙ্গে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য-উদ্দেশ্য মিলে যাচ্ছে।’

আন্দোলনের মাঠে সমন্বয়কদের অবদান তুলে ধরে হান্নান বলেন, ‘বাংলাদেশের মানুষ, সব রাজনৈতিক দল নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে সেদিন মাঠে নেমেছিলেন। আপনাদের নেতৃত্ব যদি মানতো, তাহলে ২৮ অক্টোবর শেখ হাসিনা দেশ থেকে পালাতো। আপনারা সেদিন পল্টনে টিয়ার গ্যাসের সামনে লাখ লাখ মানুষকে ফেলে মঞ্চ থেকে পালিয়েছিলেন, সেটা এদেশের মানুষ ভুলে যায়নি। কিন্তু আসিফ-নাহিদরা মানুষকে রাস্তায় রেখে পালায়নি। আজ তাদের চেয়ে বেশি দেশ প্রেমিক ভাবছেন নিজেদের।’
 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৬৩ বার পড়া হয়েছে

বিগত শাসকদের ইতিহাস নতুন করে মনে করিয়ে দেবার কিছু নাই: রেজাউল করীম

আপডেট সময় ১০:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিগত শাসকদের ইতিহাস নতুন করে মনে করিয়ে দেবার কিছু নাই: রেজাউল করীম।

এ দেশে বিগত শাসকদের ইতিহাস বাংলাদেশের জনগণকে নতুন করে মনে করিয়ে দেবার কিছু নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে গত শাসকদের আমলে বাংলাদেশ কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের পরিচালনায় হাজার হাজার মা সন্তান হারা হয়েছে। আমরা তাদের পরিচালনায় দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে দেখেছি। এর পরিবর্তন আমাদেরই করতে হবে।’


তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মনে নতুন করে আশা তৈরি হয়েছে। এবং তারা এটাও বুঝে গেছে বিগত দিনে যারা এ দেশ পরিচালনা করেছে তাদের কাছ থেকে নতুন করে কিছু আর পাওয়ার নেই।’

রেজাউল করীম বলেন, ‘আমরা যারা দেশকে ভালোবাসি, ইসলাম ও মানবিকতাকে ভালোবাসি তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মঙ্গল কামনা করলে আমাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে।’

একই সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘অভ্যুত্থানের ৫ মাস পর যখন দিল্লির পররাষ্ট্র সচিব বললেন, নির্বাচিত সরকার এলে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবো। তার দুদিন পরেই দেখা গেল, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছেন, অতিদ্রুত নির্বাচন দেন। নির্বাচিত সরকারই এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘হঠাৎই তাদের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নিরপেক্ষ সরকার চায়, যে সরকার এক/একারোর নির্বাচনে কারচুপির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল। সেরকম একটি নিরপেক্ষ সরকার তারা চায়, যাতে তাদের ক্ষমতার মসনদে বসিয়ে দেয়া হয়।’
 

তিনি আরও বলেন, ‘তাদের সে কথার দুদিন পরে আমরা দেখছি, মোহাম্মদ আলী আরাফাত ফেসবুকে লিখেছে, সেও একটি নিরপেক্ষ সরকার চায়। ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষ নয়। আপনাদের ভাষার সঙ্গে আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আপনাদের লক্ষ্য-উদ্দেশ্যের সাথে দিল্লির দালালদের লক্ষ্য-উদ্দেশ্য মিলে যাচ্ছে।’

আন্দোলনের মাঠে সমন্বয়কদের অবদান তুলে ধরে হান্নান বলেন, ‘বাংলাদেশের মানুষ, সব রাজনৈতিক দল নাহিদ ইসলামের নেতৃত্ব মেনে সেদিন মাঠে নেমেছিলেন। আপনাদের নেতৃত্ব যদি মানতো, তাহলে ২৮ অক্টোবর শেখ হাসিনা দেশ থেকে পালাতো। আপনারা সেদিন পল্টনে টিয়ার গ্যাসের সামনে লাখ লাখ মানুষকে ফেলে মঞ্চ থেকে পালিয়েছিলেন, সেটা এদেশের মানুষ ভুলে যায়নি। কিন্তু আসিফ-নাহিদরা মানুষকে রাস্তায় রেখে পালায়নি। আজ তাদের চেয়ে বেশি দেশ প্রেমিক ভাবছেন নিজেদের।’