ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে, তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছে।

আজহারী তার পোস্টে বলেন, ‘আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে।’

 

আজহারী জানান, তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে— আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।’
 
আজহারী তার পোস্টে উল্লেখ করেন যে, স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছেমতো কিছু লিখতে বা বলতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।’
 
 
এছাড়া, তিনি তার ফলোয়ারদের বলেন, ‘প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেয়ার ছিল। কিন্তু রিচ ডাউন হওয়ার কারণে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে।’
 
তিনি তার নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ জানিয়েছেন এবং অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন।
 
ফেসবুকে এই রেস্ট্রিকশনের কারণ হিসেবে আজহারী একটি পোস্টের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘পূণ্যভূমির বীর সিপাহসালার ইসমাইল হানিয়া…’ লিখেছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
২২৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক

আপডেট সময় ১০:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

মিজানুর রহমান আজহারীকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিল ফেসবুক।

বাংলাদেশের জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী আবারও ফেসবুকের রেস্ট্রিকশনের কবলে পড়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান যে, তার পেজে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং ফেসবুক কর্তৃপক্ষ তাকে ‘লাস্ট ওয়ার্নিং’ দিয়েছে।

আজহারী তার পোস্টে বলেন, ‘আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেয়া হয়েছে।’ তিনি বলেন, ‘ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, এবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে।’

 

আজহারী জানান, তার পেজের রেস্ট্রিকশনের কারণে দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্ম হারানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটা রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে যে— আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাত ছাড়া হয়ে যাবে।’
 
আজহারী তার পোস্টে উল্লেখ করেন যে, স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে তিনি ইচ্ছেমতো কিছু লিখতে বা বলতে পারেন না। তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে এটা বুঝাতেই আজকের এই পোস্ট।’
 
 
এছাড়া, তিনি তার ফলোয়ারদের বলেন, ‘প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেয়ার ছিল। কিন্তু রিচ ডাউন হওয়ার কারণে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাবে।’
 
তিনি তার নিয়মিত আপডেটগুলো ম্যানুয়ালি চেক করার অনুরোধ জানিয়েছেন এবং অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন।
 
ফেসবুকে এই রেস্ট্রিকশনের কারণ হিসেবে আজহারী একটি পোস্টের কথা উল্লেখ করেছেন, যেখানে তিনি ‘পূণ্যভূমির বীর সিপাহসালার ইসমাইল হানিয়া…’ লিখেছিলেন।