ব্রেকিং নিউজ :
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত।
মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, শনিবার (১ ফেব্রুয়ারী) স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় হুলহুমালে-মালের মহাসড়কে দুর্ঘটনা ঘটে। এতে জাভেদ চৌধুরী শাহীন নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।
৩১ বছর বয়সি শাহীনের দেশের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুর্বদুর গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল ওহাব চৌধুরীর ছেলে। শাহীনের লাশ এখন রাজধানী মালের একটি হাসপাতালে রয়েছে। লাশের সঙ্গে রয়েছেন তার শ্যালক মোহাম্মদ পারভেজ মিয়া।
পারভেজ মিয়া জানিয়েছেন, নিহত শাহীন ১৬ বছর আগে মালদ্বীপে পাড়ি জমান। তিনি দেশটির প্রথম সারির ব্যবসায় প্রতিষ্ঠান লিলি ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
শাহীনের বাবা বেঁচে নেই। মা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে তার যারা গ্রামে বসবাস করে। শাহীনের অকাল মৃত্যুর খবর শোনার পর তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মালদ্বীপ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা ৪৫মিনিটের দিকে হুলহুমালে-মালের মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের কাজ করার জন্য ট্রাফিক কর্ন বসানো হয়েছে। শাহীন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং মারাত্মক আঘাত পান।
এরপর স্থানীয়রা তাকে দ্রুত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যান শাহীন। বর্তমানে তার লাশ ওই হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাটির কারণ ক্ষতিয়ে দেখছে মালদ্বীপ পুলিশ।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live প্রবাসী বাংলাদেশি বাংলাদেশি যুবক মালদ্বীপ সড়ক দুর্ঘটনা