ব্রেকিং নিউজ :
৪০ বছরে রোনালদো, নেইমারের বয়স ৩৩ ফুটবল বিশ্বের দুই তারার জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)
৪০ বছরে রোনালদো, নেইমারের বয়স ৩৩ ফুটবল বিশ্বের দুই তারার জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)। রোনালদোর ৪০ আর নেইমারের পূর্ণ হলো ৩৩ বছর।
১৯৮৫ সালের এই দিনে পর্তুগালের মাদিরিয়াতে জন্মগ্রহণ করেন রোনালদো। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস এভেইরো। মাত্র তিন বছর বয়স থেকে রোনালদো ফুটবলের সংস্পর্শে আসেন। কৈশোরে তার প্রিয় দল ছিল বেনফিকা। যদিও নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু করেন বেনেফিকার প্রতিপক্ষ স্পোর্টিংয়ের হয়ে।
রোনালদোর প্রতিভা দেখে ২০০৩ সালে ১২.২৪ মিলিয়ন পাউন্ড দিয়ে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন অ্যালেক্স ফার্গুসন। তার অধীনেই রোনালদো বিশ্বের মাঝে আরও পরিচিত হন। রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি দেয়া হয়। এ জার্সি পরে একসময় মাঠ কাঁপিয়েছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক ক্যান্টোনা ও ডেভিড বেকহ্যামরা।
কিন্তু ফার্গুসন তার প্রতিভাবান এই পর্তুগিজ তারকাকে ধরে রাখতে পারেননি। ২০০৯ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাকে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউনাইটেড থেকে কিনে নেয়। ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেয়া যে রোনালদোর জন্য সঠিক সিদ্ধান্ত ছিল তা পরবর্তী বছরগুলোতে সকলেই টের পায়। ক্যারিয়ারের সেরা সময়টা রিয়ালেই পার করেন রোনালদো। সেখানে গড়েন নানান রেকর্ড, জিতে নেন সম্ভাব্য সকল ট্রফি। লিওনেল মেসির পর সর্বোচ্চ ব্যালন ডি’অর পুরস্কারও জিতেছেন পর্তুগালের এই মহাতারকা।
রিয়াল ছেড়ে জুভেন্টাস এরপর আবারো ম্যানচেস্টার ইউনাইটেড, অনেকেই মনে করেছিলেন ক্যারিয়ার শেষ করবেন ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ক্লাবটির হয়ে। তবে ইউনাইটেড কোচের সঙ্গে ঝামেলা বাধার কারণে চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাবটি ছাড়েন রোনালদো। এরপর সবাইকে অবাক করে যোগ দেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। সেখানেও আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। বিশেষজ্ঞদের অনেকের মতে, রোনালদো বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় এবং তিনি সর্বকালের সেরা ফুটবলারদেরও একজন।
অন্যদিনে আজ নেইমারেরও জন্মদিন। পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। বিষয়টি কাকতালীয়। তবে ভক্তদের কাছে মজারই। এই দুই তারকা ফুটবলারের জন্মদিন ৫ ফেব্রুয়ারি। ১৯৯২ সালে ব্রাজিলের মগি ডাস ক্রজেসে জন্ম নেইমারের। শৈশবেই নাম লেখান সান্তোসে। এরপর সময় যত গেছে, হয়েছেন পরিপক্ক। ২০১৩ সালে পছন্দের ক্লাব বার্সেলোনাতে যোগ দেন তিনি।
বার্সাতে যোগ দেয়ার পরই তার আসল রূপ দেখে পুরো বিশ্ব। মেসি-নেইমার-সুয়ারেজ, এই ত্রয়ী মিলে গড়েন নানা রেকর্ড। নেইমার বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা, কোপা দেল রে সহ আরও অনেক শিরোপা। তবে তার জন্য সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কিন্তু একটা আক্ষেপ থাকতেই পারে নেইমারের। বিশ্বসেরা ফুটবলার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ব্যালন ডি’অর পুরস্কার জিততে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেখানেও জিতেছেন অনেক শিরোপা। তবে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না জেতায় শেষ পর্যন্ত ২০২৩ সালে নেইমারও পাড়ি জমায় সৌদি আরবে। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখান তিনি। তবে সৌদি অধ্যায়টা ভালো যায়নি নেইমারের। ইনজুরিতে বেশিরভাগ সময়-ই তাকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। ইনজুরিপ্রবণতার কারণে দুই বছরের চুক্তি শেষ হয় ১৮ মাসে। যেখানে ক্লাবটির হয়ে মাত্র ৭ ম্যাচ খেলেছেন তিনি।
আপাতত সৌদিকে বিদায় জানিয়ে ১২ বছর পর ফিরেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। সেখান থেকে নিজেকে প্রস্তুত করে তুলতে চান ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live খেলা নেইমার জুনিয়র ফুটবল রোনালদো