ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

লন্ডনে উড়োজাহাজ বিধ্বস্ত, বিমানবন্দর বন্ধের পাশাপাশি বাতিল সব ফ্লাইট

নিজস্ব সংবাদ :

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় উড়োজাহাজটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এ ঘটনার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরটি। সেইসাথে বাতিল করা হয়েছে শিডিউলে থাকা সমস্ত ফ্লাইট। খবর, রয়টার্সের।

রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো। উড়োজাহাজে কতজন ছিলেন তা জানা যায়নি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পূর্ব ঘোষিত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট।

 

 

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে একেবারে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে তারা ক্রুদের দিকে হাত নেড়েছিলেন। ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই সেটি আগুনে পুড়ে যায়।

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।

 

 

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান। সম্ভব হলে মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলেছেন তারা।

এদিকে, সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
১৪০ বার পড়া হয়েছে

লন্ডনে উড়োজাহাজ বিধ্বস্ত, বিমানবন্দর বন্ধের পাশাপাশি বাতিল সব ফ্লাইট

আপডেট সময় ১১:২৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় উড়োজাহাজটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। এ ঘটনার জেরে বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দরটি। সেইসাথে বাতিল করা হয়েছে শিডিউলে থাকা সমস্ত ফ্লাইট। খবর, রয়টার্সের।

রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার কিছু আগে সাউথেন্ড-অন-সি এলাকায় ১২ মিটার দীর্ঘ একটি উড়োজাহাজ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সেবা সংস্থাগুলো। উড়োজাহাজে কতজন ছিলেন তা জানা যায়নি।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ, জরুরি পরিষেবা এবং বিমান দুর্ঘটনা তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পূর্ব ঘোষিত সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে রয়েছে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট।

 

 

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে একেবারে দুঃখজনক বলে বর্ণনা করেছেন। কেউ কেউ দাবি করেছেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে তারা ক্রুদের দিকে হাত নেড়েছিলেন। ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই সেটি আগুনে পুড়ে যায়।

দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ লেখেন, সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি আমার সমবেদনা।

 

 

এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিলেরিকি ও চেলমসফোর্ড থেকে আনা হয় অফ-রোড যান। সম্ভব হলে মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলেছেন তারা।

এদিকে, সতর্কতা হিসেবে রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব খালি করে দিয়েছে পুলিশ।