ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  দাগেস্তানে রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাঁচজনের মৃত্যু Logo বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ Logo মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করায় বরগুনায় বাদীর সাত দিনের জেল Logo  আট বছর পর হিলি বন্দর দিয়ে ভারতীয় আপেল আমদানি পুনরায় শুরু Logo বিএনপির পতনের ঘণ্টা বেজে গেছে, আওয়ামী লীগের মতো পরিণতি অপেক্ষায়: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo ইউরোপীয় পার্লামেন্টে তাইওয়ানের উপ-রাষ্ট্রপতির বক্তব্যে চীনের তীব্র প্রতিক্রিয়া Logo তাহসান কি সত্যিই রাজনীতিতে নামছেন Logo গণভোট হলে প্রস্তুতি ও পরিকল্পনায় সমন্বয়ের প্রয়োজন হতে পারে: নির্বাচন কমিশন Logo ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার বিএনপির: আমীর খসরু Logo প্রয়াত গায়ক জুবিন গর্গের স্ত্রী গারিমা সাইকিয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু নিয়ে উত্তেজনা

নিজস্ব সংবাদ :

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অপ্রত্যাশিত মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শনিবার (১৯ জুলাই) সকালেই গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া মাঠে এই গায়েবানা জানাজায় অংশ নেন নিহতের সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এর পর প্রশাসনিক ভবনের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীরা দাবি করেছেন, মৃত্যুর বিষয়টি দ্রুত ও স্বচ্ছভাবে তদন্ত করা না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

সাজিদ আব্দুল্লাহ ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শহিদ জিয়াউর রহমান হলে ১০৯ নম্বর কক্ষে থাকতেন এবং তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হলের পাশের পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

সাজিদের অকাল মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও শিক্ষক সমাজে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনের দাবিতে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহিদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
১৭৪ বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু নিয়ে উত্তেজনা

আপডেট সময় ০৫:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অপ্রত্যাশিত মৃত্যু ঘিরে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শনিবার (১৯ জুলাই) সকালেই গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রীড়া মাঠে এই গায়েবানা জানাজায় অংশ নেন নিহতের সহপাঠী, শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। এর পর প্রশাসনিক ভবনের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীরা দাবি করেছেন, মৃত্যুর বিষয়টি দ্রুত ও স্বচ্ছভাবে তদন্ত করা না হলে কঠোর আন্দোলন শুরু করা হবে।

সাজিদ আব্দুল্লাহ ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি শহিদ জিয়াউর রহমান হলে ১০৯ নম্বর কক্ষে থাকতেন এবং তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।

গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে শাহ আজিজুর রহমান হলের পাশের পুকুর থেকে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে বিকেল সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও ইবি থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করা হয়।

সাজিদের অকাল মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও শিক্ষক সমাজে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনের দাবিতে আলোচনা-সমালোচনা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহিদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করেছে।