ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা Logo জারিফের শেষযাত্রা: মাইলস্টোনে গিয়েছিল স্বপ্ন নিয়ে, ফিরল না আর Logo ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম Logo বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা অনুষ্ঠিত Logo মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি ছিল যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান নয় — জানাল আইএসপিআর Logo মাইলস্টোনে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পড়লেন আইন ও শিক্ষা উপদেষ্টা Logo উত্তরার বিমান দুর্ঘটনা: উদ্ধার তৎপরতা আপাতত শেষ, পুনরায় শুরু হবে মঙ্গলবার সকাল থেকে Logo “নিজের কাছেই ব্যর্থ, পরিবারগুলিকে কী বলব?”—বিমানের দুর্ঘটনায় ভেঙে পড়লেন ইউনূস Logo উত্তরায় বিমান দুর্ঘটনায় শোক জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদি Logo উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২০, হাসপাতালে চিকিৎসাধীন ১৭১ জন

দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদ :

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী রবিবার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল আলম শনিবার (২৬ জুলাই) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কারণে শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। পরিস্থিতি বিবেচনা করে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শিগগিরই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অভিভাবকদের সাথেও স্কুল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে।

প্রিন্সিপাল আরও জানান, আগে নিখোঁজ থাকা পাঁচজনের মধ্যে তিনজন ছিলো শিক্ষার্থী। বর্তমানে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালেও স্কুল গেটের সামনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ভেতরের পরিস্থিতি এক নজর দেখতে গেটের ফাঁক দিয়ে তাকানোর চেষ্টা করছিলেন। তবে দর্শনার্থীদের স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র শিক্ষক ও স্টাফদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৫ বার পড়া হয়েছে

দুই দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল, মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা

আপডেট সময় ১২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আগামী রবিবার ও সোমবার (২৭ ও ২৮ জুলাই) বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল আলম শনিবার (২৬ জুলাই) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কারণে শিক্ষার্থীরা এখনো মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত। পরিস্থিতি বিবেচনা করে আপাতত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে শিগগিরই কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অভিভাবকদের সাথেও স্কুল কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে।

প্রিন্সিপাল আরও জানান, আগে নিখোঁজ থাকা পাঁচজনের মধ্যে তিনজন ছিলো শিক্ষার্থী। বর্তমানে সবাইকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালেও স্কুল গেটের সামনে উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই ভেতরের পরিস্থিতি এক নজর দেখতে গেটের ফাঁক দিয়ে তাকানোর চেষ্টা করছিলেন। তবে দর্শনার্থীদের স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র শিক্ষক ও স্টাফদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।