গাজা ইস্যুতে ট্রাম্পের স্পষ্ট মন্তব্য: ‘গণহত্যা নয়, এটা যুদ্ধ’
গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে “গণহত্যা” হিসেবে মানতে নারাজ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ আগস্ট, রোববার তিনি জোর দিয়ে বলেন—এই পরিস্থিতি গণহত্যা নয়, বরং এটি একটি যুদ্ধ, যা শুরু হয়েছে হামাসের ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার মাধ্যমে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি না এটা গণহত্যা, এটা যুদ্ধ।” তিনি আরও বলেন, “৭ অক্টোবরের ঘটনা ছিল ভয়াবহ। এটি ছিল আমার দেখা অন্যতম নৃশংস একটি হামলা।” এ সময় তিনি পেনসিলভানিয়ার অ্যালেনটাউনে তার ব্যক্তিগত বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন।
দ্য টাইমস অফ ইসরায়েল-এর তথ্য অনুযায়ী, ওই হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নাগরিক নিহত হন এবং হামাস প্রায় ২৫১ জনকে জিম্মি করে। বর্তমানে গাজায় প্রায় ৫০ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে প্রায় ২০ জন জীবিত আছেন বলে ধারণা।
ইসরায়েল বরাবরই যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে বলছে, তারা কখনোই বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালায় না। বরং, গত ২২ মাসে তারা বেসামরিকদের সরিয়ে নেওয়া ও ত্রাণ প্রবেশের পথ সহজ করার চেষ্টা করেছে।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমরা চাই সেখানে মানুষ যেন খাবার পায়। আমরাই একমাত্র দেশ যারা প্রকৃত অর্থে এই কাজটা করছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ অসাধারণ কাজ করছেন। আমরা খাদ্য সহায়তায় অর্থ ব্যয় করছি।”
বর্তমানে গাজার খাদ্য সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ জানালেও ইসরায়েল বলে আসছে—ত্রাণে বাধা দিচ্ছে হামাস। তারা দুর্ভিক্ষের দাবি অস্বীকার করে বলেছে, হামাসই ত্রাণ ছিনিয়ে নিচ্ছে বা সীমিত করছে।