ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

হোয়াইট হাউসে এবার স্যুট পরে হাজির জেলেনস্কি, ভাঙলেন পুরনো সিদ্ধান্ত

নিজস্ব সংবাদ :

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেষ পর্যন্ত নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসে স্যুট পরে হোয়াইট হাউস সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তাকে দেখা যায় কালো মিলিটারি কাটের একটি স্যুট পরিহিত অবস্থায়। যদিও গলায় টাই পরেননি তিনি।

সোমবার (১৮ আগস্ট), ওয়াশিংটন সময় দুপুর ১টায় ওভাল অফিসে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। আলোচনায় দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হন।

এর আগে, হোয়াইট হাউস সফরের সময় পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার মার্কিন কর্তৃপক্ষ আগেই অনুরোধ জানায়, যেন জেলেনস্কি ফরমাল পোশাক পরে আসেন। অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে, এবার নিজের পূর্বঘোষিত অবস্থান থেকে সরে আসেন তিনি।

বৈঠকের সময় উপস্থিত ছিলেন সেই মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেন, যিনি আগের সফরে জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার উল্টো প্রশংসাই করেন তিনি। এমনকি প্রেসিডেন্ট জেলেনস্কি মজার ছলেই বলেন, “আমরা তো আজ একইরকম স্যুট পরে এসেছি!”

উল্লেখযোগ্য যে, অতীতে জেলেনস্কি ঘোষণা দিয়েছিলেন— রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি কখনো স্যুট পরবেন না। তবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়ে সাধারণ পোশাক পরার কারণে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি এবং দেশে ফিরে ব্যাপক অপমানিতও হন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১২৪ বার পড়া হয়েছে

হোয়াইট হাউসে এবার স্যুট পরে হাজির জেলেনস্কি, ভাঙলেন পুরনো সিদ্ধান্ত

আপডেট সময় ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শেষ পর্যন্ত নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে এসে স্যুট পরে হোয়াইট হাউস সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় তাকে দেখা যায় কালো মিলিটারি কাটের একটি স্যুট পরিহিত অবস্থায়। যদিও গলায় টাই পরেননি তিনি।

সোমবার (১৮ আগস্ট), ওয়াশিংটন সময় দুপুর ১টায় ওভাল অফিসে এই উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জেলেনস্কিকে অভ্যর্থনা জানান। আলোচনায় দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে একমত হন।

এর আগে, হোয়াইট হাউস সফরের সময় পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার মার্কিন কর্তৃপক্ষ আগেই অনুরোধ জানায়, যেন জেলেনস্কি ফরমাল পোশাক পরে আসেন। অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে, এবার নিজের পূর্বঘোষিত অবস্থান থেকে সরে আসেন তিনি।

বৈঠকের সময় উপস্থিত ছিলেন সেই মার্কিন সাংবাদিক ব্রায়ান গ্লেন, যিনি আগের সফরে জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার উল্টো প্রশংসাই করেন তিনি। এমনকি প্রেসিডেন্ট জেলেনস্কি মজার ছলেই বলেন, “আমরা তো আজ একইরকম স্যুট পরে এসেছি!”

উল্লেখযোগ্য যে, অতীতে জেলেনস্কি ঘোষণা দিয়েছিলেন— রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তিনি কখনো স্যুট পরবেন না। তবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়ে সাধারণ পোশাক পরার কারণে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি এবং দেশে ফিরে ব্যাপক অপমানিতও হন।