ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু Logo গুলশানে তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক Logo যুক্তরাষ্ট্র বৈশ্বিক শৃঙ্খলা ভেঙে দিচ্ছে, ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনায় জার্মান প্রেসিডেন্ট Logo বিএনপি সরকার হলে খেলোয়াড়দের জন্য ভাতা ও পেনশন চালুর প্রতিশ্রুতি দিলেন দুলু Logo ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বৈধতা পেল ইসির আপিলে Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: ইসিতে আপিল শুনানি চলছে

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, কামালসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার দশম দিনের কার্যক্রম শুরু হয়।

প্রসিকিউশন পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, এদিন সিলেটের সাংবাদিক মোহিদ হোসেন ও হুমায়ূন কবির লিটন সাক্ষ্য দেন। তারা ওই সময়কার হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন। এরপর জব্দকৃত তালিকার সাক্ষী হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন জবানবন্দি প্রদান করেন।

পরে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সাক্ষীদের জেরা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীসহ মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। সকল সাক্ষীই জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের নৃশংসতা তুলে ধরে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। তাদের মতে, শেখ হাসিনা, কামাল ও মামুন ছিলেন ঘটনার মূল পরিকল্পনাকারী। উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
১৪২ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, কামালসহ তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ

আপডেট সময় ০৫:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য ও জেরা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার দশম দিনের কার্যক্রম শুরু হয়।

প্রসিকিউশন পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, এদিন সিলেটের সাংবাদিক মোহিদ হোসেন ও হুমায়ূন কবির লিটন সাক্ষ্য দেন। তারা ওই সময়কার হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেন। এরপর জব্দকৃত তালিকার সাক্ষী হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন জবানবন্দি প্রদান করেন।

পরে আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সাক্ষীদের জেরা করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত ব্যক্তি, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীসহ মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। সকল সাক্ষীই জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞের নৃশংসতা তুলে ধরে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান। তাদের মতে, শেখ হাসিনা, কামাল ও মামুন ছিলেন ঘটনার মূল পরিকল্পনাকারী। উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।