ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা খারিজ করল দিল্লি আদালত Logo রাঙ্গাবালী ভূমি অফিসে ঘুষের ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলা Logo তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল Logo লিটন দাস বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ভাঙলেন, রিয়াদকে টপকে গেলেন Logo ভারতের সিকিমে ভূমিধসে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ও আহত বহু Logo তৈরি পোশাকে অগ্রগতি, কিন্তু সামগ্রিক উন্নয়নে পিছিয়ে বাংলাদেশ: বাণিজ্য উপদেষ্টা Logo জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু Logo জাবি শিক্ষকের মৃত্যুতে শোক জানালেন জামায়াত আমির ও শিবির সভাপতি Logo দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা, যুক্তরাষ্ট্রও একমত Logo বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপ, দেশের বিভিন্ন স্থানে বাড়তে পারে বৃষ্টি

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু

নিজস্ব সংবাদ :

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বেলায়। জানা গেছে, ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে তিনি প্রীতিলতা হলের সিনেট ভবনের সামনে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।

জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি ওই হলে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। সকালে গণনা কেন্দ্রে এসে দরজার কাছে হঠাৎ পড়ে যান।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, “রাতেই সব হলের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে প্রীতিলতা হলের ব্যালট গণনা হচ্ছিল। তখনই ঘটনাটি ঘটে।”

নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থীদের তথ্য:

জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছিল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। পাঁচ ঘণ্টা পর শুরু হয় ব্যালট গণনা, যা এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ভোট গণনার জন্য ব্যবহার করা হচ্ছে প্রথাগত হাতে গোনার পদ্ধতি।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজিএস পদের জন্য প্রার্থী হয়েছেন ৬ জন নারী এবং ১০ জন পুরুষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
১৪ বার পড়া হয়েছে

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষকের মৃত্যু

আপডেট সময় ০১:৩৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময় হৃদয়বিদারক এক ঘটনা ঘটে। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল বেলায়। জানা গেছে, ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে গিয়ে তিনি প্রীতিলতা হলের সিনেট ভবনের সামনে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তার মৃত্যু ঘটে।

জাবির চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি ওই হলে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। সকালে গণনা কেন্দ্রে এসে দরজার কাছে হঠাৎ পড়ে যান।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, “রাতেই সব হলের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে প্রীতিলতা হলের ব্যালট গণনা হচ্ছিল। তখনই ঘটনাটি ঘটে।”

নির্বাচন প্রক্রিয়া ও প্রার্থীদের তথ্য:

জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছিল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। পাঁচ ঘণ্টা পর শুরু হয় ব্যালট গণনা, যা এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। ভোট গণনার জন্য ব্যবহার করা হচ্ছে প্রথাগত হাতে গোনার পদ্ধতি।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজিএস পদের জন্য প্রার্থী হয়েছেন ৬ জন নারী এবং ১০ জন পুরুষ।