ফরিদপুরে সড়ক অবরোধ চললে বিকেলের পর নেওয়া হবে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামেরদী ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে সড়ক অবরোধের কারণে একাধিক জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিকেলের মধ্যে যদি অবরোধ তুলে না নেওয়া হয়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারাবন্দীদের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার দীর্ঘদিন ধরেই বন্দিদের সাজা কমানোর পরিকল্পনা করে আসছে। এ প্রক্রিয়ায় বিশেষভাবে বিবেচনায় আনা হচ্ছে প্রবীণ ও নারী বন্দিদের। নারী বন্দিদের ক্ষেত্রে ২০ বছর কারাভোগের পর মুক্তি দেওয়ার প্রস্তাব রয়েছে। তবে পুরুষ বন্দিদের ক্ষেত্রে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ হয়নি।
দুর্গাপূজা নিয়ে তিনি বলেন, কিছু এলাকায় পূজা কমিটির মধ্যে সমস্যা থাকলেও তা বড় কিছু নয় এবং পূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, তা নিশ্চিত করা হবে।
এছাড়া তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। জাতীয় নির্বাচন নিয়ে এখনো পর্যাপ্ত সময় আছে এবং নির্বাচন সামনে রেখে নিয়োগ, প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।