ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা: ভারত–চীনকে চাপ দিয়ে ফল মিলবে না

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও চাপের কৌশলের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত ও চীনের মতো প্রাচীন সভ্যতাকে আলটিমেটাম দিয়ে বা শুল্কের ভয় দেখিয়ে বাধ্য করা সম্ভব নয়।

রুশ টিভি চ্যানেল ‘দ্য গ্রেট গেম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ জানান, ওয়াশিংটন ভারত ও চীনকে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করার নির্দেশ দিচ্ছে। এতে ওই দেশগুলোকে বিকল্প বাজার ও উৎসের দিকে যেতে হচ্ছে, যেখানে দামও বেশি।

গত কয়েক সপ্তাহ ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের সমালোচনা করেছেন। তাঁদের দাবি, নয়াদিল্লি এভাবে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ জোগাচ্ছে।

লাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া শুল্ক নীতি কেবল অর্থনৈতিক নয়, এর বিরুদ্ধে নৈতিক ও রাজনৈতিক আপত্তিও আছে। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “চীন ও ভারত প্রাচীন সভ্যতা; তাদের বলার ভঙ্গি ‘আমার পছন্দ নয়, তাই বন্ধ করো, নইলে শুল্ক আরোপ করব’—এভাবে কাজ হবে না।”

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি নিয়ে লাভরভ বলেন, “সত্যি বলতে, রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে আমি চিন্তিত নই।” তিনি উল্লেখ করেন, ট্রাম্পের প্রথম মেয়াদেই নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, আর বাইডেন প্রশাসন সেটিকে কূটনীতির বিকল্প হিসেবে ব্যবহার করেছে, সমঝোতার উদ্যোগ নেয়নি।

মার্কিন সতর্কতা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লি বলছে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৪৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা: ভারত–চীনকে চাপ দিয়ে ফল মিলবে না

আপডেট সময় ০৪:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও চাপের কৌশলের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত ও চীনের মতো প্রাচীন সভ্যতাকে আলটিমেটাম দিয়ে বা শুল্কের ভয় দেখিয়ে বাধ্য করা সম্ভব নয়।

রুশ টিভি চ্যানেল ‘দ্য গ্রেট গেম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ জানান, ওয়াশিংটন ভারত ও চীনকে রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ করার নির্দেশ দিচ্ছে। এতে ওই দেশগুলোকে বিকল্প বাজার ও উৎসের দিকে যেতে হচ্ছে, যেখানে দামও বেশি।

গত কয়েক সপ্তাহ ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের সমালোচনা করেছেন। তাঁদের দাবি, নয়াদিল্লি এভাবে ইউক্রেন যুদ্ধের জন্য অর্থ জোগাচ্ছে।

লাভরভ মনে করেন, যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া শুল্ক নীতি কেবল অর্থনৈতিক নয়, এর বিরুদ্ধে নৈতিক ও রাজনৈতিক আপত্তিও আছে। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “চীন ও ভারত প্রাচীন সভ্যতা; তাদের বলার ভঙ্গি ‘আমার পছন্দ নয়, তাই বন্ধ করো, নইলে শুল্ক আরোপ করব’—এভাবে কাজ হবে না।”

ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি নিয়ে লাভরভ বলেন, “সত্যি বলতে, রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে আমি চিন্তিত নই।” তিনি উল্লেখ করেন, ট্রাম্পের প্রথম মেয়াদেই নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, আর বাইডেন প্রশাসন সেটিকে কূটনীতির বিকল্প হিসেবে ব্যবহার করেছে, সমঝোতার উদ্যোগ নেয়নি।

মার্কিন সতর্কতা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লি বলছে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: এনডিটিভি