ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু Logo বাগেরহাটে টেলিস্কোপে চাঁদ-তারা দেখে শিক্ষার্থীদের উচ্ছ্বাস Logo ওমরজাইয়ের দাপটেই আফগানিস্তানের জয়, বাংলাদেশ হোঁচট খেল প্রথম ওয়ানডেতে Logo শুধু হামজা নয়, বাংলাদেশের পুরো দলকেই নজরে রাখছেন হংকং কোচ Logo রাতে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া ও কোরআন তেলাওয়াতে যাচ্ছেন খালেদা জিয়া Logo এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম Logo পাকিস্তানি অভিযানে ১৯ ভারতীয় প্রক্সি সন্ত্রাসী নিধন Logo রাশিয়ার হাতে যুদ্ধের লাগাম, ইউক্রেনের পাল্টা দাবি Logo এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার Logo শেখ হাসিনার মামলায় নতুন অধ্যায়: রোববার থেকে যুক্তিতর্ক

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেলো প্রায় ১০০ টন ইলিশ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজা ঘিরে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১০ দিনে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

রপ্তানিকৃত প্রতিটি ইলিশের ওজন ছিল এক কেজি বা তার বেশি। প্রতি কেজি ইলিশ ১২ ডলার ৫০ সেন্ট মূল্যে রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা।

ইলিশ রপ্তানিকারক জিয়াউর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট ইলিশ উৎপাদন হয়েছে প্রায় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন। যদিও উৎপাদন চাহিদার তুলনায় কম, তবুও ২০১৯ সাল থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় বিশেষ অনুমতিতে ভারতকে ইলিশ দেয়া হচ্ছে। এবছর বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, স্বল্প সময়ে এত ইলিশ পাঠানো কঠিন হবে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও, শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া মিলিয়ে মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়েছিল। তার মধ্যে বেনাপোল একাই ৫৩২ টন রপ্তানি করে। এবার সরবরাহ কম এবং দাম বেশি থাকায় রপ্তানির পরিমাণও সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, পূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির কার্যক্রম চালু থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সর্বশেষ চালানে আরও ১২ টন ৮৬ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৪ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে গেলো প্রায় ১০০ টন ইলিশ

আপডেট সময় ০৭:২৬:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন দুর্গাপূজা ঘিরে বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১০ দিনে মোট ৯৯ টন ৮৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান বেনাপোল বন্দর মৎস্য নিয়ন্ত্রণ ও মাননির্ণয় কেন্দ্রের কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা।

রপ্তানিকৃত প্রতিটি ইলিশের ওজন ছিল এক কেজি বা তার বেশি। প্রতি কেজি ইলিশ ১২ ডলার ৫০ সেন্ট মূল্যে রপ্তানি করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা।

ইলিশ রপ্তানিকারক জিয়াউর রহমান জানান, ২০২৩-২৪ অর্থবছরে দেশে মোট ইলিশ উৎপাদন হয়েছে প্রায় ৫ লাখ ২৯ হাজার ৪৮৭ মেট্রিক টন। যদিও উৎপাদন চাহিদার তুলনায় কম, তবুও ২০১৯ সাল থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় বিশেষ অনুমতিতে ভারতকে ইলিশ দেয়া হচ্ছে। এবছর বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দিয়েছে, যা ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, স্বল্প সময়ে এত ইলিশ পাঠানো কঠিন হবে। গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ২,৪৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হলেও, শেষ পর্যন্ত বেনাপোল ও আখাউড়া মিলিয়ে মাত্র ৬৩৬ টন রপ্তানি হয়েছিল। তার মধ্যে বেনাপোল একাই ৫৩২ টন রপ্তানি করে। এবার সরবরাহ কম এবং দাম বেশি থাকায় রপ্তানির পরিমাণও সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন জানান, পূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির কার্যক্রম চালু থাকবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সর্বশেষ চালানে আরও ১২ টন ৮৬ কেজি ইলিশ ভারতে পাঠানো হয়েছে।