ব্রেকিং নিউজ :
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে ধরা ৭
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। সোমবার (৬ অক্টোবর) সকালে দুটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শ্রীনাথপুর সীমান্ত থেকে দুই নারী এবং খোসালপুর এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছে দুই পুরুষ, দুই নারী ও এক শিশু। তাদের সবার বাড়ি যশোরের রূপদিয়া গ্রামে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।