ব্রেকিং নিউজ :
নিবন্ধন ছাড়াই চিকিৎসা, জেল হলো ভুয়া ডাক্তারের
লালমনিরহাটের পাটগ্রামে বিএমডিসি নিবন্ধন ছাড়া চিকিৎসা সেবা দেয়ার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ অক্টোবর) পাটগ্রাম বাজারে ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত এক চেম্বারে অভিযান চালানো হয়। অভিযুক্তের নাম জিল্লুর রহমান জুয়েল (৩৫), নেত্রকোণা জেলার দূর্গাপুরের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি অবৈধভাবে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তথ্য যাচাইয়ের পর ইউএনও উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান চালানো হয়।
ইউএনও জানান, জনগণের স্বাস্থ্যসুরক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।