ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে শান্তির বার্তা দিলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তির আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গাজায় তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সমর্থন জানানোর পর ইরান এখন মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়ার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে।

নিউজউইক-এর এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাকে “একটি বড় আঞ্চলিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে কাজ করব।”

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন যে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরান প্রসঙ্গ তোলেন এবং যুদ্ধবিরতির পেছনের ঘটনাগুলো ব্যাখ্যা করেন।

ট্রাম্প জানান, সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র-সমর্থিত হামলা যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে। তার ভাষায়, “এই হামলাগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে সরে এসেছে। তারা তখন অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল—এক থেকে দুই মাস দূরে।”

তিনি আরও বলেন, “যদি আমি তা হতে দিতাম, তাহলে আজকের এই চুক্তি সম্ভব হতো না।”

শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এখনকার ইরান একেবারেই ভিন্ন। আমাদের মধ্যে কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং প্রকাশ্যে সমর্থনও জানিয়েছে—যা একটি বড় অর্জন।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান এখন শান্তি চায়, এবং যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে সেই পথেই এগোতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইসরায়েলও ইরানের সঙ্গে সম্পর্কের উত্তেজনা কমাতে চায়। তার ভাষ্যমতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অনুরোধ করেছেন তেহরানকে জানাতে যে তেল আবিব আর ইরানের সঙ্গে বিরোধ বাড়াতে আগ্রহী নয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
৩ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে শান্তির বার্তা দিলেন ট্রাম্প

আপডেট সময় ০৯:২৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

গাজায় যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তির আভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গাজায় তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় সমর্থন জানানোর পর ইরান এখন মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তি প্রক্রিয়ার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে।

নিউজউইক-এর এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনাকে “একটি বড় আঞ্চলিক অগ্রগতি” হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে কাজ করব।”

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন যে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরান প্রসঙ্গ তোলেন এবং যুদ্ধবিরতির পেছনের ঘটনাগুলো ব্যাখ্যা করেন।

ট্রাম্প জানান, সম্প্রতি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র-সমর্থিত হামলা যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে। তার ভাষায়, “এই হামলাগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোর ফলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা থেকে সরে এসেছে। তারা তখন অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল—এক থেকে দুই মাস দূরে।”

তিনি আরও বলেন, “যদি আমি তা হতে দিতাম, তাহলে আজকের এই চুক্তি সম্ভব হতো না।”

শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এখনকার ইরান একেবারেই ভিন্ন। আমাদের মধ্যে কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং প্রকাশ্যে সমর্থনও জানিয়েছে—যা একটি বড় অর্জন।”

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরান এখন শান্তি চায়, এবং যুক্তরাষ্ট্রও তাদের সঙ্গে সেই পথেই এগোতে প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইসরায়েলও ইরানের সঙ্গে সম্পর্কের উত্তেজনা কমাতে চায়। তার ভাষ্যমতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে অনুরোধ করেছেন তেহরানকে জানাতে যে তেল আবিব আর ইরানের সঙ্গে বিরোধ বাড়াতে আগ্রহী নয়।