ব্রেকিং নিউজ :
দুর্নীতিবাজরা দলে থাকবে না, হুঁশিয়ারি এনসিপি নেতার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানে বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সন্তানরা নয়, প্রাণ দিয়েছে সাধারণ মানুষ, শ্রমজীবী ও তাদের পরিবার।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এক পথসভায় তিনি বলেন, দেশের প্রতিটি এলাকায় কিছু চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও কালপ্রিট মানুষের রক্ত চুষে খাচ্ছে।
তিনি আরও বলেন, এনসিপি ক্ষমতায় এলে কোনো নিরপরাধ রাজনৈতিক কর্মী হয়রানির শিকার হবে না, তবে দুর্নীতিবাজরা নিজ দলের হলেও ছাড় পাবে না।