ব্রেকিং নিউজ :
রংপুরকে প্রদেশ ঘোষণা করতে হবে: বাস্তবায়ন পরিষদের দাবি
রংপুর প্রদেশ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। মঙ্গলবার, জুলাই ৩৬ চত্বরে সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি এই দাবি তোলেন।
তিনি বলেন, রংপুরের আটটি জেলা নিয়ে একটি পৃথক প্রদেশ গঠন করতে হবে এবং একজন মুখ্যমন্ত্রীসহ নয় সদস্যের প্রাদেশিক সরকার গঠন করতে হবে।
তিনি আরও দাবি করেন, দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন ও এক ব্যক্তির দুই ভোট নীতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
দীর্ঘ ২০ বছর ধরে এই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি। বক্তারা অভিযোগ করেন, রংপুর এখনো তিস্তা প্রকল্প, গ্যাস সংযোগ ও শিল্পায়নের বাইরে রয়ে গেছে— যা বৈষম্যের প্রতীক।