ব্রেকিং নিউজ :
১ ও ২ টাকার কয়েন নিতে অস্বীকৃতি বেআইনি: বাংলাদেশ ব্যাংক
দেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা গ্রহণে অনীহা দেখা যাচ্ছে—এমন অভিযোগের পর নাগরিকদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব কয়েনও অন্যান্য নোটের মতোই বৈধ মুদ্রা, তাই এগুলো লেনদেনে গ্রহণে অস্বীকৃতি জানানো আইনবিরোধী।
বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় ১ ও ২ টাকার কয়েন গ্রহণে অনাগ্রহ লক্ষ্য করা গেছে, যা প্রচলিত আইনের পরিপন্থী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাগজের নোটের পাশাপাশি দেশের সব ধরণের ধাতব মুদ্রা সমানভাবে বৈধ। তাই সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নগদ লেনদেনে কয়েন ব্যবহারে উৎসাহিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live কয়েন ধাতব মুদ্রা নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংক