ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফেব্রুয়ারিতেই ভোট, কথার কথা নয়: প্রধান উপদেষ্টা ড. ইউনূস Logo খালেদা জিয়ার ভবিষ্যদ্বাণী ছিল—একদিন শেখ হাসিনাকেও জনগণ উৎখাত করবে: মির্জা ফখরুল Logo ২৫ অক্টোবর থেকে শুরু এনসিএল, নতুন দল ময়মনসিংহ বিভাগ Logo ‘স্যার নয়, ভাই বলুন’: বিহারের নারী কর্মীকে মোদির অনুরোধ Logo ১ ও ২ টাকার কয়েন নিতে অস্বীকৃতি বেআইনি: বাংলাদেশ ব্যাংক Logo বৃহস্পতিবার প্রকাশিত হচ্ছে এইচএসসি ও সমমানের ফলাফল, যেভাবে জানা যাবে Logo রাজস্থানে চলন্ত বাসে আগুন, প্রাণ হারালেন ২০ জন, দগ্ধ অন্তত ১৫ Logo ৮ জানুয়ারির মধ্যে আনিসুল, সালমানসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের Logo রিজার্ভ ছাড়াল ৩২ বিলিয়ন ডলার, টিকিয়ে রাখতে জোর দিতে হবে বৈদেশিক বিনিয়োগে Logo ঢাকায় জামায়াত আমির ও ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৫ অক্টোবর থেকে শুরু এনসিএল, নতুন দল ময়মনসিংহ বিভাগ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

চলতি মাসের ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। বেশ কিছুদিন ধরেই অষ্টম দল নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবশেষে সেই জট কেটে গেছে। ঢাকা মেট্রোর পরিবর্তে এবারের আসরে খেলবে নবগঠিত ময়মনসিংহ বিভাগ।

২০১৫ সালে ময়মনসিংহ দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও, এতদিন পর্যন্ত তাদের এনসিএলে অংশ নেওয়ার সুযোগ হয়নি। বহুবার আশ্বাস পাওয়া সত্ত্বেও দলটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়নি। তবে গত আগস্টে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়—ঢাকা মেট্রোর জায়গায় এনসিএলে জায়গা পাবে ময়মনসিংহ বিভাগ।

যদিও ঢাকা মেট্রোর কিছু ক্রিকেটার এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন, শেষ পর্যন্ত বিসিবি তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। বোর্ডের সর্বশেষ সভায় আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহকে এনসিএলে অন্তর্ভুক্ত করা হয়। জানা গেছে, ঢাকা মেট্রোর অনেক খেলোয়াড়ই ময়মনসিংহের হয়ে খেলবেন নতুন মৌসুমে।

এবারের এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন স্টেডিয়ামে—মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও এর আউটার মাঠ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, বিকেএসপির ৩ নম্বর মাঠ এবং কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে।

সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে সিলেটে এবং দ্বিতীয়টি মিরপুরে। টেস্ট দলের খেলোয়াড়দের প্রস্তুতির জন্য এনসিএলের প্রথম দুই রাউন্ডে ব্যবহার করা হবে কোকাবুরা বল। এরপর তৃতীয় রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডিউক বলে—এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশনস ও টেকনিক্যাল কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
০ বার পড়া হয়েছে

২৫ অক্টোবর থেকে শুরু এনসিএল, নতুন দল ময়মনসিংহ বিভাগ

আপডেট সময় ১১:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

চলতি মাসের ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। বেশ কিছুদিন ধরেই অষ্টম দল নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবশেষে সেই জট কেটে গেছে। ঢাকা মেট্রোর পরিবর্তে এবারের আসরে খেলবে নবগঠিত ময়মনসিংহ বিভাগ।

২০১৫ সালে ময়মনসিংহ দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও, এতদিন পর্যন্ত তাদের এনসিএলে অংশ নেওয়ার সুযোগ হয়নি। বহুবার আশ্বাস পাওয়া সত্ত্বেও দলটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়নি। তবে গত আগস্টে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়—ঢাকা মেট্রোর জায়গায় এনসিএলে জায়গা পাবে ময়মনসিংহ বিভাগ।

যদিও ঢাকা মেট্রোর কিছু ক্রিকেটার এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন, শেষ পর্যন্ত বিসিবি তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। বোর্ডের সর্বশেষ সভায় আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহকে এনসিএলে অন্তর্ভুক্ত করা হয়। জানা গেছে, ঢাকা মেট্রোর অনেক খেলোয়াড়ই ময়মনসিংহের হয়ে খেলবেন নতুন মৌসুমে।

এবারের এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন স্টেডিয়ামে—মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও এর আউটার মাঠ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, বিকেএসপির ৩ নম্বর মাঠ এবং কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে।

সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে সিলেটে এবং দ্বিতীয়টি মিরপুরে। টেস্ট দলের খেলোয়াড়দের প্রস্তুতির জন্য এনসিএলের প্রথম দুই রাউন্ডে ব্যবহার করা হবে কোকাবুরা বল। এরপর তৃতীয় রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডিউক বলে—এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশনস ও টেকনিক্যাল কমিটি।