আগুন নিয়ন্ত্রণে বিলম্ব নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে: বিমান উপদেষ্টা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাপণ কাজে বিলম্ব হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই—মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই—বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট কাজ শুরু করে। এরপরও যদি কোথাও ধীরগতির অভিযোগ থাকে, আমরা তা তদন্ত করে দেখবো।”
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২১টি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নিতে হয়েছে। তিনি বলেন, “পরবর্তী তিনদিনের মধ্যে যেসব অনিয়মিত (নন-শিডিউল) ফ্লাইট অবতরণ করবে, সেগুলোর ওপর আরোপিত ভ্যাট ও ট্যাক্স মওকুফ করা হবে।”
এদিকে বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণ হয়নি। আগুনের স্থান থেকে এখনও ধোঁয়া বের হতে দেখা গেছে। সকাল থেকেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ করে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহায়তা করছেন। তবে, বিমানবন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে।
কার্গো এলাকার অগ্নিকাণ্ডের কারণে বর্তমানে নবনির্মিত ইম্পোর্ট কার্গো টার্মিনাল ম্যানুয়ালি চালু করা হয়েছে এবং ৯ নম্বর গেট দিয়ে পণ্য ডেলিভারি দেয়া হচ্ছে। এ ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে কার্গো কমপ্লেক্সের আশপাশে জড়ো হন বেশ কয়েকজন আমদানিকারক। তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিস দ্রুত এলেও অনুমতির জন্য অপেক্ষার সময় লাগায় আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই অব্যবস্থাপনার কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
















