থানচিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেডসহ দুই অস্ত্র চোরাচালানি গ্রেপ্তার
বান্দরবানের থানচি উপজেলায় যৌথ বাহিনীর পরিচালিত অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, একটি গ্রেনেড, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অস্ত্র চোরাচালানে জড়িত বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিজিবির বলীপাড়া জোন (৩৮ ব্যাটালিয়ন) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স বর্তমানে অস্ত্র চোরাচালান প্রতিরোধে অভিযান চালাচ্ছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলীপাড়া জোনের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
গত শুক্রবার অভিযানে বিজিবি সদস্যরা অস্ত্র ব্যবসায়ী ওয়েবার ত্রিপুরা (৩৩)–কে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে যৌথ বাহিনী ওয়েবারের সহযোগী রুইহং ম্রো (৬০)–কে গ্রেপ্তার করে।
তল্লাশিতে তাঁদের কাছ থেকে ৩০ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, একটি পিস্তল, মর্টারের গোলার বাক্স, দুটি দেশীয় তৈরি গাদা বন্দুক এবং কৃষি ব্যাংকের দুটি চেক বই উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটক ওয়েবার ত্রিপুরা ও রুইহং ম্রোকে থানচি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
















