ব্রেকিং নিউজ :
অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই সনদের বাস্তবায়ন দাবি খেলাফত মজলিসের
খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদ কার্যকর করতে হবে। তিনি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভপূর্ব সমাবেশে এই বক্তব্য রাখেন।
আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত করা উচিত। তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান, তবে শুধুমাত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনই গ্রহণযোগ্য হবে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে সকল প্রার্থী ও দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত না করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি সতর্ক করেন।
সমাবেশ শেষে খেলাফত মজলিসের কর্মী ও সমর্থকরা একটি বিক্ষোভ মিছিলও করেন।