অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে: রিজভী
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে: রিজভী।
সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। কিন্তু তারা যদি জনকল্যাণের দিকগুলো বিবেচনা করে দ্রুত গণতান্ত্রিক পথরেখা অনুযায়ী যাত্রা নিশ্চিত করতে না পারে তাহলে প্রশ্নবোধক চিহৃ দিনকে দিন বাড়তে থাকবে।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জে শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। জিনিসপত্রের দাম আকাশ ছোয়া। মানুষ যেনো মোটা চাল- কাপড় পড়ে জীবন ধারণ করতে পারে তার ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র আর সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে। তখন ওরা এসব ঘোষণা শুনবে না। মানুষের আহারের নিশ্চিয়তা, পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো ও বিচার বিভাগের স্বাধীনতা
নিশ্চিত করারও দাবি জানান তিনি।