ব্রেকিং নিউজ :
অস্ট্রেলিয়ায় খনিতে বিস্ফোরণ, দুই শ্রমিকের মৃত্যু
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কোবারে শহরে ভয়াবহ খনি দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরে পলিমেটালস রিসোর্সেস লিমিটেডের মালিকানাধীন এন্ডেভার সিলভার, জিঙ্ক ও সীসা খনিতে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার পর স্থানীয় জরুরি সেবা কর্মীরা দ্রুত পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
খনিটি ১৯৮২ সাল থেকে পরিচালিত হলেও ২০২০ সালে সংস্কারের জন্য বন্ধ রাখা হয়। ২০২৩ সালে পলিমেটালস প্রতিষ্ঠানটি খনিটি কিনে চলতি বছর পুনরায় কার্যক্রম শুরু করে।
















