ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসরায়েলের জন্য নতুন সাবমেরিন রপ্তানিতে সম্মতি দিল জার্মানি Logo বিটকয়েনের মূল্য নতুন উচ্চতায়, ইথেরিয়াম-বাইন্যান্সেও উল্লম্ফন Logo সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার Logo সিলেটের সাদা পাথর লুট: তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট আবেদন Logo যুক্তরাষ্ট্র থেকে ৯৩৫ কোটি টাকায় দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার Logo পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক Logo বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo জুলাই মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির পেছনে চালের দাম দায়ী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo এখনও ভারতের সাড়া মেলেনি: বাণিজ্য আলোচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে ঢাকার অপেক্ষা Logo অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি পেলেন পুলিশের সাত কর্মকর্তা

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের বিতর্ক যেন থামছে না। ঘটনার শুরুটা অবশ্য মেলবোর্নে পৌঁছানোর পরপরই। দেশটির এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান ভিরাট কোহলি। রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। তবে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন স্বদেশী গণমাধ্যমকে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছিলো অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো।

নাটকীয়তার শেষ এখানেই নয়। এবার দুই দেশের সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ম্যাচ বয়কট করেছে ভারতের গণমাধ্যমকর্মীরাও। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্যা সিডনি মর্নিং হেরাল্ড।

মূলত বোর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ (বক্সিং ডে) টেস্ট শুরুর আগে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ খেলতেই অস্বীকৃতি জানায় ভারত।

এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় জনসাধারণ ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ করে ভারত। শুধু তাই নয়। পাশেই থাকা ওয়াকা মাঠের নির্মাণকাজে থাকা কর্মীরা যেন ভারতের কোন খেলোয়াড়ের ছবি বা ভিডিও না করে, তা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেইলও করেছিলো দেশটি।

এসব বিষয় নিয়ে রোহিত শর্মার কাছে রাখা হয় প্রশ্ন। জবাবে তিনি বলেন, অনুশীলনের সময় যেসব কথা হয় তা কাউকে শোনাতে চান না এই ব্যাটার। দর্শকরা তাদের দেখতে চাইলে পাঁচ দিনের ম্যাচে মাঠে উপস্থিত থাকার আহ্ববানও জানান তিনি। সবমিলিয়ে সৌহার্দ্যপূর্ণ এই লড়াই গড়ালো তিক্ততায়।

এমন ঘটনায় অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বেশ হতাশ। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এই প্রথম স্থানীয়দের কোনো প্রশ্ন করার সুযোগ ছাড়াই সংবাদ সম্মেলনে শেষ হয়েছে বলে উল্লেখ করেছে অজি সংবাদমাধ্যমটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
৬৮ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা

আপডেট সময় ০৯:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা।

অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ক্রিকেট দলের বিতর্ক যেন থামছে না। ঘটনার শুরুটা অবশ্য মেলবোর্নে পৌঁছানোর পরপরই। দেশটির এক নারী সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান ভিরাট কোহলি। রবীন্দ্র জাদেজার মন্তব্য নিতে চাইলে বাধাগ্রস্ত হন অজি সাংবাদিকরা। এমনকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, যাতে এই তারকা অলরাউন্ডারকে কোনো প্রশ্ন না করা হয়। তবে হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছেন স্বদেশী গণমাধ্যমকে। যা নিয়ে হতাশা প্রকাশ করেছিলো অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো।

নাটকীয়তার শেষ এখানেই নয়। এবার দুই দেশের সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ম্যাচ বয়কট করেছে ভারতের গণমাধ্যমকর্মীরাও। বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্যা সিডনি মর্নিং হেরাল্ড।

মূলত বোর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ (বক্সিং ডে) টেস্ট শুরুর আগে মেলবোর্নের জাংশন ওভালে দুই দেশের সংবাদকর্মীদের নিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচ খেলতেই অস্বীকৃতি জানায় ভারত।

এদিকে সিরিজের প্রথম টেস্টের আগে অনুশীলনের সময় জনসাধারণ ও সংবাদ মাধ্যমের উপস্থিতি নিষিদ্ধ করে ভারত। শুধু তাই নয়। পাশেই থাকা ওয়াকা মাঠের নির্মাণকাজে থাকা কর্মীরা যেন ভারতের কোন খেলোয়াড়ের ছবি বা ভিডিও না করে, তা নিশ্চিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে মেইলও করেছিলো দেশটি।

এসব বিষয় নিয়ে রোহিত শর্মার কাছে রাখা হয় প্রশ্ন। জবাবে তিনি বলেন, অনুশীলনের সময় যেসব কথা হয় তা কাউকে শোনাতে চান না এই ব্যাটার। দর্শকরা তাদের দেখতে চাইলে পাঁচ দিনের ম্যাচে মাঠে উপস্থিত থাকার আহ্ববানও জানান তিনি। সবমিলিয়ে সৌহার্দ্যপূর্ণ এই লড়াই গড়ালো তিক্ততায়।

এমন ঘটনায় অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বেশ হতাশ। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এই প্রথম স্থানীয়দের কোনো প্রশ্ন করার সুযোগ ছাড়াই সংবাদ সম্মেলনে শেষ হয়েছে বলে উল্লেখ করেছে অজি সংবাদমাধ্যমটি।