আইপিএল সম্প্রচার স্থগিত রাখতে সরকারের নির্দেশ
বাংলাদেশে আইপিএলের ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের নজরে এসেছে। এ ঘটনায় দেশের মানুষ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষর রয়েছে।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও আপত্তি তুলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এসব ম্যাচ বিকল্প ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির অনুরোধ বিবেচনায় নিতে পারে আইসিসি। সে ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনাও রয়েছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায়। তবে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে বিসিসিআই তাকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ রয়েছে, উগ্রবাদী সংগঠন ও কিছু মানুষের চাপ ও হুমকির মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দাবি করেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, তাই বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। এ ইস্যুতে নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে হুমকি দেওয়ার পাশাপাশি স্টেডিয়াম ভাঙচুরের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।


















