ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

আইফোনে ‘এয়ারড্রপ’ ব্যবহার করে এবার ফাইল পাঠাতে পারবে অ্যান্ড্রয়েড — গুগলের বড় আপডেট

নিজস্ব সংবাদ :

দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীরা দ্রুত ফাইল শেয়ারিংয়ের জন্য এয়ারড্রপের ওপর নির্ভর করলেও অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা কুইক শেয়ারেই সীমাবদ্ধ ছিলেন। ফলে ভিন্ন দুটি অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল আদান-প্রদানে নানা বাধা ছিল। তবে এবার সেই সীমাবদ্ধতা দূর করেছে গুগল। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকেই সরাসরি আইফোন, আইপ্যাড এবং ম্যাকে ফাইল পাঠানো যাবে—এয়ারড্রপ পদ্ধতি ব্যবহার করে।

প্রথম ধাপে পিক্সেল ১০ সিরিজে এই সুবিধা চালু হবে। এরপর ধীরে ধীরে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি পাওয়া যাবে। অনেকের ধারণা ছিল, অ্যাপল ও গুগলের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি এসেছে; কিন্তু গুগল জানিয়েছে, পুরো সিস্টেমটি তাদের নিজস্বভাবে তৈরি করা হয়েছে এবং অ্যাপল এতে কোনো সহযোগিতা করেনি। কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন, এটি কোনো বিকল্প কৌশল নয়; প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শুরু থেকে গুগলের তৈরি। ভবিষ্যতে অ্যাপল ইচ্ছা করলে সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।

নতুন এই সুবিধা ব্যবহারের নিয়ম:

পিক্সেল ১০ থেকে আইফোনে ফাইল পাঠাতে চাইলে—

প্রথমে আইফোনে এয়ারড্রপ ‘Everyone’ মোডে চালু করতে হবে।

এরপর অ্যান্ড্রয়েড ফোনে কুইক শেয়ার চালু করলে কাছাকাছি থাকা আইফোনটি দেখা যাবে।

সেখান থেকে ছবি, ভিডিও, ডকুমেন্টসহ যেকোনো ফাইল পাঠানো যাবে।

একইভাবে অ্যান্ড্রয়েড ফোনেও ফাইল গ্রহণ করা সম্ভব হবে।

 

নিরাপত্তা নিয়ে গুগলের ব্যাখ্যা:

এই আপডেটকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে গুগল জানায়, শেয়ারিং চলাকালে ডিভাইসগুলোর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়। তথ্য কোনো সার্ভারে পাঠানো হয় না, ফলে ডেটা সংরক্ষণ বা নজরদারির ঝুঁকি থাকে না। পুরো প্রযুক্তিটি বিশেষজ্ঞদের বহু পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার পর বাস্তবায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে

আইফোনে ‘এয়ারড্রপ’ ব্যবহার করে এবার ফাইল পাঠাতে পারবে অ্যান্ড্রয়েড — গুগলের বড় আপডেট

আপডেট সময় ১২:৩৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

দীর্ঘদিন ধরে আইফোন ব্যবহারকারীরা দ্রুত ফাইল শেয়ারিংয়ের জন্য এয়ারড্রপের ওপর নির্ভর করলেও অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা কুইক শেয়ারেই সীমাবদ্ধ ছিলেন। ফলে ভিন্ন দুটি অপারেটিং সিস্টেমের মধ্যে ফাইল আদান-প্রদানে নানা বাধা ছিল। তবে এবার সেই সীমাবদ্ধতা দূর করেছে গুগল। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকেই সরাসরি আইফোন, আইপ্যাড এবং ম্যাকে ফাইল পাঠানো যাবে—এয়ারড্রপ পদ্ধতি ব্যবহার করে।

প্রথম ধাপে পিক্সেল ১০ সিরিজে এই সুবিধা চালু হবে। এরপর ধীরে ধীরে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এটি পাওয়া যাবে। অনেকের ধারণা ছিল, অ্যাপল ও গুগলের যৌথ উদ্যোগে এই প্রযুক্তি এসেছে; কিন্তু গুগল জানিয়েছে, পুরো সিস্টেমটি তাদের নিজস্বভাবে তৈরি করা হয়েছে এবং অ্যাপল এতে কোনো সহযোগিতা করেনি। কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন, এটি কোনো বিকল্প কৌশল নয়; প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শুরু থেকে গুগলের তৈরি। ভবিষ্যতে অ্যাপল ইচ্ছা করলে সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।

নতুন এই সুবিধা ব্যবহারের নিয়ম:

পিক্সেল ১০ থেকে আইফোনে ফাইল পাঠাতে চাইলে—

প্রথমে আইফোনে এয়ারড্রপ ‘Everyone’ মোডে চালু করতে হবে।

এরপর অ্যান্ড্রয়েড ফোনে কুইক শেয়ার চালু করলে কাছাকাছি থাকা আইফোনটি দেখা যাবে।

সেখান থেকে ছবি, ভিডিও, ডকুমেন্টসহ যেকোনো ফাইল পাঠানো যাবে।

একইভাবে অ্যান্ড্রয়েড ফোনেও ফাইল গ্রহণ করা সম্ভব হবে।

 

নিরাপত্তা নিয়ে গুগলের ব্যাখ্যা:

এই আপডেটকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে গুগল জানায়, শেয়ারিং চলাকালে ডিভাইসগুলোর মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়। তথ্য কোনো সার্ভারে পাঠানো হয় না, ফলে ডেটা সংরক্ষণ বা নজরদারির ঝুঁকি থাকে না। পুরো প্রযুক্তিটি বিশেষজ্ঞদের বহু পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষার পর বাস্তবায়ন করা হয়েছে।