আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, সফরসঙ্গীদের একটি অংশ ইতোমধ্যে হিথ্রোতে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দেশে প্রত্যাবর্তন করছেন। এই উপলক্ষে ইতোমধ্যে তার সফরসঙ্গীদের একটি অংশ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। তার দীর্ঘদিন পর দেশের মাটিতে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি জনমনে কৌতূহল রয়েছে—কারা কারা তার সঙ্গে দেশে ফিরছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে আসার জন্য টিকিট সংগ্রহ করা হয়েছে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সদস্য সালেহ শিবলী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তা কামাল উদ্দীনের নামে। তবে আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এই সফরে চাচার সঙ্গী হচ্ছেন কিনা—সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে নিজস্ব অর্থে টিকিট কেটে যেসব ব্যক্তি ভ্রমণ করছেন, তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, মুজিবুর রহমান মুজিব, খছরুজ্জামান খছরু, নাসির আহমদ শাহীন, রহিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ, গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডালিয়া লাকুরিয়াসহ আরও অনেকে। জানা গেছে, বিজনেস ক্লাসের ওয়ানওয়ে টিকিটের মূল্য ধরা হয়েছে ৩ হাজার ৬০০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।
বিজনেস ক্লাসের পাশাপাশি প্রায় ৩৫ জন যাত্রী ইকোনমি ক্লাসে টিকিট কেটেছেন। তাদের মধ্যে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের বিএনপি নেতাকর্মীরা রয়েছেন। এ ছাড়া তারেক রহমানের গৃহকর্মীরাও এই ফ্লাইটে ইকোনমি ক্লাসে ভ্রমণ করছেন বলে জানা গেছে।
























