ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা, সমাধানে বিটিআরসিতে আলোচনার চেষ্টা

নিজস্ব সংবাদ :

রাজধানীর আগারগাঁও মেট্রোর নিচের সড়কে বিক্ষোভে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে তারা সড়কটি বন্ধ করে অবস্থান নেন, ফলে ওই পথে যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

মোবাইল বিজনেস কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা জানান, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে সংগঠনের প্রতিনিধিরা বিটিআরসি ভবনে আলোচনায় অংশ নিচ্ছেন। তবে তিনি মনে করিয়ে দেন, ব্যবসায়ীদের দাবি সমাধান না হলে এই আলোচনায় কোনো ফল আসবে না।

দিনের শুরুতে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা ৬ দফা দাবিতে বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হন এবং টানা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

ব্যবসায়ীদের অভিযোগ—এনইআইআর বাস্তবায়িত হলে দেশের বিপুল সংখ্যক মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের মতে, নতুন প্রক্রিয়াটি মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেবে, পাশাপাশি করের বাড়তি চাপের কারণে সাধারণ ক্রেতাদের মোবাইল ফোনের দামও বাড়বে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।

ব্যবসায়ীদের ৬ দফা দাবি হলো—

1. স্মার্টফোন আমদানির জন্য স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির শর্ত তুলে দেওয়া।

2. ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা।

3. বেসরকারি বা স্থানীয় নির্মাতাদের অর্থায়ন বন্ধ করে সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় এনইআইআর বাস্তবায়ন করা।

4. সারা দেশে ব্যবসায়ীদের হাতে থাকা অবিক্রীত মোবাইল বিক্রির ক্ষেত্রে কোনও শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেওয়া।

5. এনইআইআর চালুর আগে বিক্রেতা ও ক্রেতাদের জন্য নির্দেশনামূলক ডেমো বা টিউটোরিয়াল প্রকাশ এবং কমপক্ষে ছয় মাস পরীক্ষামূলকভাবে চালানো।

6. বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ করে দ্রুততার সঙ্গে কার্যকর করা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
৫২ বার পড়া হয়েছে

আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে মোবাইল ব্যবসায়ীরা, সমাধানে বিটিআরসিতে আলোচনার চেষ্টা

আপডেট সময় ১২:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীর আগারগাঁও মেট্রোর নিচের সড়কে বিক্ষোভে নেমেছেন মোবাইল ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার পর থেকে তারা সড়কটি বন্ধ করে অবস্থান নেন, ফলে ওই পথে যান চলাচল সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়ে।

মোবাইল বিজনেস কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা জানান, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে সংগঠনের প্রতিনিধিরা বিটিআরসি ভবনে আলোচনায় অংশ নিচ্ছেন। তবে তিনি মনে করিয়ে দেন, ব্যবসায়ীদের দাবি সমাধান না হলে এই আলোচনায় কোনো ফল আসবে না।

দিনের শুরুতে মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা ৬ দফা দাবিতে বিটিআরসি কার্যালয়ের সামনে জড়ো হন এবং টানা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

ব্যবসায়ীদের অভিযোগ—এনইআইআর বাস্তবায়িত হলে দেশের বিপুল সংখ্যক মোবাইল ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের মতে, নতুন প্রক্রিয়াটি মূলত একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেবে, পাশাপাশি করের বাড়তি চাপের কারণে সাধারণ ক্রেতাদের মোবাইল ফোনের দামও বাড়বে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।

ব্যবসায়ীদের ৬ দফা দাবি হলো—

1. স্মার্টফোন আমদানির জন্য স্থানীয় প্রস্তুতকারকদের সঙ্গে বাধ্যতামূলক চুক্তির শর্ত তুলে দেওয়া।

2. ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা।

3. বেসরকারি বা স্থানীয় নির্মাতাদের অর্থায়ন বন্ধ করে সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় এনইআইআর বাস্তবায়ন করা।

4. সারা দেশে ব্যবসায়ীদের হাতে থাকা অবিক্রীত মোবাইল বিক্রির ক্ষেত্রে কোনও শর্ত আরোপ না করা বা পর্যাপ্ত সময় দেওয়া।

5. এনইআইআর চালুর আগে বিক্রেতা ও ক্রেতাদের জন্য নির্দেশনামূলক ডেমো বা টিউটোরিয়াল প্রকাশ এবং কমপক্ষে ছয় মাস পরীক্ষামূলকভাবে চালানো।

6. বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ করে দ্রুততার সঙ্গে কার্যকর করা।