ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাঙ্গামাটির ক্রীড়া অবকাঠামো নিয়ে হতাশ বিসিবি পরিচালক আসিফ আকবর Logo সোজা আঙুলে না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: জামায়াত নেতা তাহের Logo তিন বছরে রাহা: ভাইয়ের মেয়েকে জন্মদিনে আবেগঘন বার্তা রণবীরের বোনের Logo ট্রাম্পের দাবি: ভারত-পাকিস্তান সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস, তার মধ্যস্থাতেই শান্তি স্থাপন Logo প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তন Logo জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপি নেতা আলাল Logo ইমরান হাশমির কারণে স্কুলে যেতে লজ্জা পাচ্ছেন তার ছেলে আয়ান! Logo স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর! কমেছে ভরিপ্রতি দাম Logo প্রেম, পরকীয়া আর বিতর্কে টালমাটাল ব্রিটিশ রাজপরিবার Logo সুদানে আরএসএফ বাহিনীর তাণ্ডব, মানবিক বিপর্যয় তীব্র

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, বাড়ছে দেশের বাজারেও

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সোমবার (১৩ অক্টোবর) নতুন উচ্চতায় পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪,০৭৮ ডলারে—যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের দিনের তুলনায় এ দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫৮ শতাংশ।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে, ফলে বাজারে দামের এই রেকর্ড বৃদ্ধি দেখা গেছে।

বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বগতি বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে, দেশের বাজারে ইতোমধ্যেই স্বর্ণের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৪,৬১৮ টাকা, যা এখন দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়—দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে এই মূল্য বাজারে প্রযোজ্য হবে।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে কিছুটা পার্থক্য থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, বাড়ছে দেশের বাজারেও

আপডেট সময় ১১:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সোমবার (১৩ অক্টোবর) নতুন উচ্চতায় পৌঁছেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪,০৭৮ ডলারে—যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের দিনের তুলনায় এ দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫৮ শতাংশ।

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে উৎসাহিত করেছে, ফলে বাজারে দামের এই রেকর্ড বৃদ্ধি দেখা গেছে।

বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বগতি বাংলাদেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এদিকে, দেশের বাজারে ইতোমধ্যেই স্বর্ণের দাম আবারও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম বেড়েছে ৪,৬১৮ টাকা, যা এখন দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়—দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

সোমবার (১৩ অক্টোবর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে এই মূল্য বাজারে প্রযোজ্য হবে।

নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে কিছুটা পার্থক্য থাকতে পারে।