আবিদুল ইসলাম খান: জবাবদিহিতায় ব্যর্থ হলে ডাকসু নির্বাচন পুনরায় করিয়ে নেবো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি পদপ্রার্থী ও ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, যদি প্রশাসন এবং নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের বিষয়ে দায়ভার স্বীকার না করে এবং সুষ্ঠু জবাবদিহিতা প্রদান করতে ব্যর্থ হয়, তবে পুনরায় নির্বাচন করার দাবি আদায় করে নেওয়া হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘মানবিক মূল্যবোধ এবং শিক্ষাঙ্গন’ শীর্ষক একটি আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। আবিদুল ইসলাম জানান, ছাত্রদল ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে এবং রাষ্ট্রের স্বার্থে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন নিয়ে এখনও বিতর্ক রয়েছে। তাই এ নতুন নির্বাচনের ক্ষেত্রেও অভিযোগগুলোকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। যদি নির্বাচন কমিশন এসব অভিযোগের সঠিক উত্তর না দিতে পারে, তাহলে নতুন নির্বাচন আয়োজনের দাবিও তোলা হবে।
আবিদ আরও বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর ছাত্রদল পূর্বের পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যায়নি, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করেনি, বরং ধৈর্যের পরিচয় দিয়েছে। তিনি অভিযোগ করেন, এই নির্বাচনে ভোট প্রক্রিয়ায় জালিয়াতির চেষ্টা হয়েছে এবং নিজেকে ভিলেন হিসেবে চিত্রায়িত করা হয়েছে।
অবশেষে, নির্বাচনে ছাত্রদলের ব্যাপক পরাজয়ের প্রেক্ষিতে আবিদুল ইসলাম বলেন, তারা এটিকে পরাজয় বলে বিবেচনা করেন না, বরং এটিকে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তির আধিপত্যের প্রকাশ হিসেবে দেখেন, যা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করছে।