আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে হত্যা করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে মামলার বিচার কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার, ৬ আগস্ট, সকাল ১১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই আদেশ দেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনাল ২৪ জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করেছে। পলাতকদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনারও।
আসামিদের অব্যাহতির আবেদন ট্রাইব্যুনাল থেকে খারিজ করে দেওয়া হয়। মামলার ৩০ জন আসামির মধ্যে বর্তমানে ৬ জন কারাগারে রয়েছেন। তারা হলেন: কনস্টেবল আমির হোসেন (আবু সাঈদকে গুলির অভিযোগে), সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।
এর আগে ৩০ জুলাই, এই মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করে ট্রাইব্যুনাল। আর গত ২২ জুলাই ট্রাইব্যুনাল-২ পলাতক হিসেবে ঘোষণা করে অভিযুক্ত ২৪ জনকে।
একইদিন, আশুলিয়ায় ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ৮ জন এবং লক্ষ্মীপুরে আরেক মামলায় ৩ জনকে আদালতে তোলা হয়েছে।