ব্রেকিং নিউজ :
আমি শতভাগ আশাবাদী’: বিএনপি মনোনয়ন প্রত্যাশী আরিফ
সিলেট-১ (সদর-মহানগর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২২ অক্টোবর) হযরত শাহজালালের (রহ.) দরগাহ থেকে নামাজ শেষে তিনি ‘নির্বাচনি প্রচার পদযাত্রা’ শুরু করেন।
হাজারও নেতা-কর্মী ও সাধারণ মানুষ পদযাত্রায় অংশ নেন। আরিফ বলেন, “আমি ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী।”
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সিলেটবাসীর সমর্থনে কাজ করবেন।
আরিফ বলেন, “আমাদের দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আমি সবসময় দলের শৃঙ্খলা মেনে চলেছি।”
পদযাত্রায় শহরজুড়ে স্লোগান ওঠে—“এই সিলেটের মাটি, আরিফ ভাইয়ের ঘাঁটি।”