ব্রেকিং নিউজ :
“আয়নার মতো স্বচ্ছ নির্বাচন চাই”— সিইসি নাসির উদ্দিন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমরা এমন নির্বাচন করতে চাই যাতে বিশ্ববাসী দেখে বুঝতে পারে— বাংলাদেশে ভোটে কোনো গোপনীয়তা নেই, সবকিছু আয়নার মতো পরিষ্কার।”
সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা ইসির নীতিমালা, তথ্যপ্রবাহের স্বাধীনতা, মনোনয়ন প্রক্রিয়া ও প্রযুক্তির অপব্যবহার নিয়ে নানা প্রস্তাব দেন। তারা বলেন, সাংবাদিকদের প্রতি আচরণ যেন পেশাদারিত্বের মধ্যে থাকে এবং হেনস্তার পর্যায়ে না যায়।
সিইসি বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। এজন্য গণমাধ্যমের সহায়তা অপরিহার্য।”