ব্রেকিং নিউজ :
আশুলিয়া লাশ পোড়ানো মামলা: শেষ হলো ১৪তম সাক্ষ্য
সাভারের আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৪তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১৫ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করে।
১৪তম সাক্ষী শহীদ ওমর ফারুকের বাবা চান মিয়া আদালতে জবানবন্দি দেন। পরে আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স তাকে জেরা করে।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন সাইমুম রেজা তালুকদার ও আবদুস সোবহান তরফদার।
এ মামলায় মোট ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, যাদের মধ্যে আটজন গ্রেফতার আছেন।
ট্যাগস :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আশুলিয়া হত্যা ছাত্র আন্দোলন বিচার বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধ