ঢাকা ০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর Logo জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন: আজ প্রসিকিউশনের শুনানি Logo ঢাকা ও আশপাশে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস Logo আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা Logo ২২ বছর পর আফকন সেমিফাইনালে মরক্কো, ক্যামেরুনকে হারিয়ে শেষ চারে Logo ইসিতে আপিল শুনানির প্রথম দিনে ৫২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা Logo সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোট স্থগিত Logo বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান Logo তামিমকে নিয়ে ওই মন্তব্য করা ঠিক হয়নি—ইফতেখার মিঠু

ইউক্রেন যুদ্ধে বিজয় সম্ভব নয়, এখন শান্তিই একমাত্র পথ: ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ প্রশাসন, যদিও মস্কো ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানিয়েছে।

একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনিপ্রোতে জেটচালিত গ্লাইড বোমার আঘাতে বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ১৮০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে—যেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকে আঘাত হানতে সক্ষম।

তবে ইউক্রেনও পাল্টা জবাব দিচ্ছে। দেশটির বাহিনী জানায়, ব্রিয়ান্সক ও বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় রুশ তেলঘাঁটি ও গোলাবারুদ ডিপোতে আগুন ধরে গেছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা এবং ফ্রন্টলাইনে চাপ সৃষ্টি করা।

এই পরিস্থিতিতেই ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ জিতবে না, এখনই সময় শান্তির।” তিনি পূর্বে জেলেনস্কিকে আহ্বান জানান, রাশিয়ার শর্ত বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে। ট্রাম্পের মতে, শান্তির জন্য ডনবাস অঞ্চলের কিছু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে যেতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—“ন্যায়বিচার ছাড়া শান্তি নয়।” তার মতে, ট্রাম্পের পরিকল্পনা আসলে যুদ্ধবিরতির আড়ালে রুশ আগ্রাসনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা।

এদিকে লন্ডনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ক বৈঠকে তারা সতর্ক করেন, শান্তির নামে ইউক্রেনের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না।

পশ্চিমা কিছু গণমাধ্যম দাবি করেছে, ট্রাম্প প্রশাসন নীরবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘বুদাপেস্ট-২’ নামে একটি সম্ভাব্য সমঝোতা খসড়া তৈরি করছে।

বোমা, ড্রোন ও কূটনীতির এই জটিল পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে—যেখানে শান্তির আহ্বান আর শক্তির রাজনীতি একে অপরের জায়গা দখল করছে, বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধে বিজয় সম্ভব নয়, এখন শান্তিই একমাত্র পথ: ট্রাম্প

আপডেট সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ প্রশাসন, যদিও মস্কো ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানিয়েছে।

একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনিপ্রোতে জেটচালিত গ্লাইড বোমার আঘাতে বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ১৮০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে—যেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকে আঘাত হানতে সক্ষম।

তবে ইউক্রেনও পাল্টা জবাব দিচ্ছে। দেশটির বাহিনী জানায়, ব্রিয়ান্সক ও বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় রুশ তেলঘাঁটি ও গোলাবারুদ ডিপোতে আগুন ধরে গেছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা এবং ফ্রন্টলাইনে চাপ সৃষ্টি করা।

এই পরিস্থিতিতেই ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ জিতবে না, এখনই সময় শান্তির।” তিনি পূর্বে জেলেনস্কিকে আহ্বান জানান, রাশিয়ার শর্ত বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে। ট্রাম্পের মতে, শান্তির জন্য ডনবাস অঞ্চলের কিছু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে যেতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—“ন্যায়বিচার ছাড়া শান্তি নয়।” তার মতে, ট্রাম্পের পরিকল্পনা আসলে যুদ্ধবিরতির আড়ালে রুশ আগ্রাসনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা।

এদিকে লন্ডনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ক বৈঠকে তারা সতর্ক করেন, শান্তির নামে ইউক্রেনের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না।

পশ্চিমা কিছু গণমাধ্যম দাবি করেছে, ট্রাম্প প্রশাসন নীরবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘বুদাপেস্ট-২’ নামে একটি সম্ভাব্য সমঝোতা খসড়া তৈরি করছে।

বোমা, ড্রোন ও কূটনীতির এই জটিল পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে—যেখানে শান্তির আহ্বান আর শক্তির রাজনীতি একে অপরের জায়গা দখল করছে, বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।