ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল Logo শিক্ষকরা নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রধান উপদেষ্টার Logo বাংলাদেশ-উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেতে এক ইনিংসে চারটি রেকর্ডের জন্ম Logo ইউক্রেন যুদ্ধে বিজয় সম্ভব নয়, এখন শান্তিই একমাত্র পথ: ট্রাম্প Logo অক্টোবরের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলার Logo ২৯ বছর পর আদালতের নির্দেশ: হত্যা মামলা হবে সালমান শাহর ঘটনায় Logo “ফ্যাসিবাদ টেকে না”—বললেন ছাত্রশিবির সভাপতি Logo জোহা স্যারের কবর জিয়ারতে রাকসুর নবনির্বাচিত নেতারা Logo নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও ভাই ঢাকায় গ্রেফতার Logo দুর্নীতির অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধে বিজয় সম্ভব নয়, এখন শান্তিই একমাত্র পথ: ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ প্রশাসন, যদিও মস্কো ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানিয়েছে।

একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনিপ্রোতে জেটচালিত গ্লাইড বোমার আঘাতে বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ১৮০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে—যেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকে আঘাত হানতে সক্ষম।

তবে ইউক্রেনও পাল্টা জবাব দিচ্ছে। দেশটির বাহিনী জানায়, ব্রিয়ান্সক ও বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় রুশ তেলঘাঁটি ও গোলাবারুদ ডিপোতে আগুন ধরে গেছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা এবং ফ্রন্টলাইনে চাপ সৃষ্টি করা।

এই পরিস্থিতিতেই ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ জিতবে না, এখনই সময় শান্তির।” তিনি পূর্বে জেলেনস্কিকে আহ্বান জানান, রাশিয়ার শর্ত বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে। ট্রাম্পের মতে, শান্তির জন্য ডনবাস অঞ্চলের কিছু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে যেতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—“ন্যায়বিচার ছাড়া শান্তি নয়।” তার মতে, ট্রাম্পের পরিকল্পনা আসলে যুদ্ধবিরতির আড়ালে রুশ আগ্রাসনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা।

এদিকে লন্ডনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ক বৈঠকে তারা সতর্ক করেন, শান্তির নামে ইউক্রেনের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না।

পশ্চিমা কিছু গণমাধ্যম দাবি করেছে, ট্রাম্প প্রশাসন নীরবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘বুদাপেস্ট-২’ নামে একটি সম্ভাব্য সমঝোতা খসড়া তৈরি করছে।

বোমা, ড্রোন ও কূটনীতির এই জটিল পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে—যেখানে শান্তির আহ্বান আর শক্তির রাজনীতি একে অপরের জায়গা দখল করছে, বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৮ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধে বিজয় সম্ভব নয়, এখন শান্তিই একমাত্র পথ: ট্রাম্প

আপডেট সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন জিততে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে কিয়েভ প্রশাসন, যদিও মস্কো ট্রাম্পের মন্তব্যকে স্বাগত জানিয়েছে।

একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও দিনিপ্রোতে জেটচালিত গ্লাইড বোমার আঘাতে বিদ্যুৎকেন্দ্র, রেললাইন ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ১৮০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে—যেগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থেকে আঘাত হানতে সক্ষম।

তবে ইউক্রেনও পাল্টা জবাব দিচ্ছে। দেশটির বাহিনী জানায়, ব্রিয়ান্সক ও বেলগোরোদ অঞ্চলে ড্রোন হামলায় রুশ তেলঘাঁটি ও গোলাবারুদ ডিপোতে আগুন ধরে গেছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য রাশিয়ার সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা এবং ফ্রন্টলাইনে চাপ সৃষ্টি করা।

এই পরিস্থিতিতেই ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ জিতবে না, এখনই সময় শান্তির।” তিনি পূর্বে জেলেনস্কিকে আহ্বান জানান, রাশিয়ার শর্ত বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে। ট্রাম্পের মতে, শান্তির জন্য ডনবাস অঞ্চলের কিছু অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে যেতে পারে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—“ন্যায়বিচার ছাড়া শান্তি নয়।” তার মতে, ট্রাম্পের পরিকল্পনা আসলে যুদ্ধবিরতির আড়ালে রুশ আগ্রাসনকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা।

এদিকে লন্ডনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ক বৈঠকে তারা সতর্ক করেন, শান্তির নামে ইউক্রেনের ওপর কোনো চাপ সৃষ্টি করা যাবে না।

পশ্চিমা কিছু গণমাধ্যম দাবি করেছে, ট্রাম্প প্রশাসন নীরবে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘বুদাপেস্ট-২’ নামে একটি সম্ভাব্য সমঝোতা খসড়া তৈরি করছে।

বোমা, ড্রোন ও কূটনীতির এই জটিল পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ এখন এক অস্থির মোড়ে দাঁড়িয়ে—যেখানে শান্তির আহ্বান আর শক্তির রাজনীতি একে অপরের জায়গা দখল করছে, বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।