ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে গণসমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন।

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার খাইবার পাখতুনখোয়ায় গণসমাবেশের আয়োজন করে প্রদেশটির মুখ্যমন্ত্রী এবং ইমরান খানের দল পিটিআই। এতে পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ইমরান খানের হাজারো সমর্থক জমায়েত হয়।

 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, পিটিআই নেতা ওমর আইয়ুব খান, আসাদ কায়সার এবং গোহার আলী খানসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এই সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান তারা।
 
বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবেন। সেই দিন খুবই কাছে যেদিন ইমরান খান জেলের বাইরে থাকবেন।’ 
 
 
এদিন বক্তারা সাফ জানান, ইমরান খানকে মুক্তির জন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চান না তারা। এর আগে, গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাকিস্তানের ওপর ‘ওয়াশিংটনের প্রভাব’ ব্যবহার করে ইমরান খানের মুক্তির ব্যবস্থা করতে চিঠি দেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৬০ জনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা। 
 
যদিও এই সমাবেশে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পতাকা ধরে রাখায় তাকে সমাবেশ থেকে বের করে দেয়া হয় বলে জানা গেছে। পরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নেশন।  
 
২০২২ সালে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। এরপর তোশাখানা মামলাসহ দুর্নীতির একাধিক অভিযোগ এনে কারাবন্দি করা হয় পিটিআই এর নেতাকে। এরপর থেকেই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন করে আসছেন ইমরানের সমর্থকরা। একইসঙ্গে, বর্তমান সরকারের বেশ কিছু বিতর্কিত আইনের বিরুদ্ধেও বিক্ষোভ জানিয়ে আসছেন তারা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
২০ বার পড়া হয়েছে

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে গণসমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন।

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার খাইবার পাখতুনখোয়ায় গণসমাবেশের আয়োজন করে প্রদেশটির মুখ্যমন্ত্রী এবং ইমরান খানের দল পিটিআই। এতে পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ইমরান খানের হাজারো সমর্থক জমায়েত হয়।

 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, পিটিআই নেতা ওমর আইয়ুব খান, আসাদ কায়সার এবং গোহার আলী খানসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এই সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান তারা।
 
বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবেন। সেই দিন খুবই কাছে যেদিন ইমরান খান জেলের বাইরে থাকবেন।’ 
 
 
এদিন বক্তারা সাফ জানান, ইমরান খানকে মুক্তির জন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চান না তারা। এর আগে, গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাকিস্তানের ওপর ‘ওয়াশিংটনের প্রভাব’ ব্যবহার করে ইমরান খানের মুক্তির ব্যবস্থা করতে চিঠি দেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৬০ জনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা। 
 
যদিও এই সমাবেশে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পতাকা ধরে রাখায় তাকে সমাবেশ থেকে বের করে দেয়া হয় বলে জানা গেছে। পরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নেশন।  
 
২০২২ সালে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। এরপর তোশাখানা মামলাসহ দুর্নীতির একাধিক অভিযোগ এনে কারাবন্দি করা হয় পিটিআই এর নেতাকে। এরপর থেকেই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন করে আসছেন ইমরানের সমর্থকরা। একইসঙ্গে, বর্তমান সরকারের বেশ কিছু বিতর্কিত আইনের বিরুদ্ধেও বিক্ষোভ জানিয়ে আসছেন তারা।