ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামাবাদে শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo নেতানিয়াহুর নতুন পরিকল্পনা: গাজা দখলে তীব্র উত্তেজনা বাড়ছে Logo সুন্দরবনে রুদ্ধশ্বাস অভিযান: অস্ত্রসহ দুই ডাকাত ধরা Logo মাত্র ৩ দিনে ১৭ জনের শিরচ্ছেদ, মৃত্যুদণ্ডে আবার শীর্ষে সৌদি আরব Logo বিক্ষোভে কাঁপছে লাহোর-করাচি, গ্রেপ্তার শতাধিক পিটিআই কর্মী Logo গাজা সম্পূর্ণ দখলে ইসরায়েলের সিদ্ধান্তকে থামাতে রাজি নন ট্রাম্প Logo যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় চিকিৎসা সরঞ্জামবাহী বিমান দুর্ঘটনায় নিহত ৪ Logo গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৩ ফিলিস্তিনির মৃত্যু Logo আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ ট্রাইব্যুনালের Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে তৃতীয় দিনের মতো

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

নিজস্ব সংবাদ : চিন্ময় দে আনন্দ

ছবি সংগৃহীত

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে গণসমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন।

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার খাইবার পাখতুনখোয়ায় গণসমাবেশের আয়োজন করে প্রদেশটির মুখ্যমন্ত্রী এবং ইমরান খানের দল পিটিআই। এতে পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ইমরান খানের হাজারো সমর্থক জমায়েত হয়।

 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, পিটিআই নেতা ওমর আইয়ুব খান, আসাদ কায়সার এবং গোহার আলী খানসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এই সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান তারা।
 
বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবেন। সেই দিন খুবই কাছে যেদিন ইমরান খান জেলের বাইরে থাকবেন।’ 
 
 
এদিন বক্তারা সাফ জানান, ইমরান খানকে মুক্তির জন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চান না তারা। এর আগে, গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাকিস্তানের ওপর ‘ওয়াশিংটনের প্রভাব’ ব্যবহার করে ইমরান খানের মুক্তির ব্যবস্থা করতে চিঠি দেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৬০ জনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা। 
 
যদিও এই সমাবেশে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পতাকা ধরে রাখায় তাকে সমাবেশ থেকে বের করে দেয়া হয় বলে জানা গেছে। পরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নেশন।  
 
২০২২ সালে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। এরপর তোশাখানা মামলাসহ দুর্নীতির একাধিক অভিযোগ এনে কারাবন্দি করা হয় পিটিআই এর নেতাকে। এরপর থেকেই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন করে আসছেন ইমরানের সমর্থকরা। একইসঙ্গে, বর্তমান সরকারের বেশ কিছু বিতর্কিত আইনের বিরুদ্ধেও বিক্ষোভ জানিয়ে আসছেন তারা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
৭৪ বার পড়া হয়েছে

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় ০৫:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে গণসমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন।

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল। শনিবার খাইবার পাখতুনখোয়ায় গণসমাবেশের আয়োজন করে প্রদেশটির মুখ্যমন্ত্রী এবং ইমরান খানের দল পিটিআই। এতে পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে ইমরান খানের হাজারো সমর্থক জমায়েত হয়।

 

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, পিটিআই নেতা ওমর আইয়ুব খান, আসাদ কায়সার এবং গোহার আলী খানসহ দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এই সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় অবিলম্বে ইমরান খানের মুক্তির দাবি জানান তারা।
 
বলেন, ‘সৃষ্টিকর্তা চাইলে ইমরান খান অবশ্যই মুক্তি পাবেন। সেই দিন খুবই কাছে যেদিন ইমরান খান জেলের বাইরে থাকবেন।’ 
 
 
এদিন বক্তারা সাফ জানান, ইমরান খানকে মুক্তির জন্য বাইরের কোনো দেশের হস্তক্ষেপ চান না তারা। এর আগে, গেল মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পাকিস্তানের ওপর ‘ওয়াশিংটনের প্রভাব’ ব্যবহার করে ইমরান খানের মুক্তির ব্যবস্থা করতে চিঠি দেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৬০ জনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা। 
 
যদিও এই সমাবেশে এক ব্যক্তি যুক্তরাষ্ট্রের পতাকা ধরে রাখায় তাকে সমাবেশ থেকে বের করে দেয়া হয় বলে জানা গেছে। পরে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নেশন।  
 
২০২২ সালে অনাস্থা ভোটে হেরে যান ইমরান খান। এরপর তোশাখানা মামলাসহ দুর্নীতির একাধিক অভিযোগ এনে কারাবন্দি করা হয় পিটিআই এর নেতাকে। এরপর থেকেই তার মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন করে আসছেন ইমরানের সমর্থকরা। একইসঙ্গে, বর্তমান সরকারের বেশ কিছু বিতর্কিত আইনের বিরুদ্ধেও বিক্ষোভ জানিয়ে আসছেন তারা।