ব্রেকিং নিউজ :
ইরাকে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা, প্রয়াত ২
অবিরাম বৃষ্টিপাতের কারণে ইরাকের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যেখানে কমপক্ষে দুইজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। বিষয়টি নিশ্চিত করেছে ‘আনাদোলু এজেন্সি’, মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত তাদের প্রতিবেদনে।
প্রতিবেদনে জানানো হয়, সেদিন অপ্রত্যাশিত ভারি বর্ষণ কুর্দিস্তান অঞ্চলে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করে। বিশেষ করে সুলায়মানিয়ায় বন্যার কারণে জনসম্পদের ক্ষতি হয় এবং বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যায় বহু ঘরবাড়ি ও সরকারি স্থাপনা, আর চলাচল বন্ধ হয়ে যায় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া আরও অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিপাত মোকাবিলায় দেশের অনেক অঞ্চলের অবকাঠামো সক্ষম নয় বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আবহাওয়া সতর্কতা ইরাক ক্ষয়ক্ষতি বন্যা ভারি বৃষ্টিপাত সুলায়মানিয়া




















