ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo থানচিতে সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা Logo কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে: মির্জা ফখরুল Logo নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন Logo অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বিবাদে জড়াচ্ছেন কোহলিরা Logo যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মী কারাগারে Logo আওয়ামী লীগ ছাড়া সব দল নিয়ে নির্বাচন হবে, তারা ফিরবে বিচারের পর: আব্দুস সালাম Logo সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন ট্রেইনি চিকিৎসকরা, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন দাবি Logo পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন Logo ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের Logo ‘জনশক্তি’ নাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সামান্তার

ইসরাইলি হামলা: ইরানকে যে বার্তা দিলো যুক্তরাজ্য

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

ইসরাইলি হামলা: ইরানকে যে বার্তা দিলো যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ইরানে ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলেছে, ইরানের ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়া উচিত নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।

 

হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানলেও হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ওই বিবৃতিতে তেহরানসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা হওয়ার কথা স্বীকার করেছেন তারা।
 
বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে।
 
 
ইসরাইলের হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে ইরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’
 
যুক্তরাজ্য বলছে, ইসরাইলে ইরানের পাল্টা হামলা চালানো উচিত নয়। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) যোগ দিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় সফরে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার।
 
সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি ইরানি আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। এই অঞ্চলে উত্তেজনা এড়াতে হবে এবং সব পক্ষকে সংযম দেখাতে হবে।’
 
 
তিনি বলেন, ‘ইরানের পাল্টা হামলা করা উচিত নয়। আমরা পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা কমাতে মিত্রদের সাথে কাজ চালিয়ে যাব।’
 
এদিকে ইরানের রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে তেহরানের পশ্চিমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা। তবে এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
ইসরাইলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
২৬ বার পড়া হয়েছে

ইসরাইলি হামলা: ইরানকে যে বার্তা দিলো যুক্তরাজ্য

আপডেট সময় ০২:২০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

ইসরাইলি হামলা: ইরানকে যে বার্তা দিলো যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ইরানে ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। দেশটি বলেছে, ইরানের ইসরাইলি হামলার প্রতিশোধ নেয়া উচিত নয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৫ অক্টোবর) ভোররাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল।

 

হামলার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানলেও হামলার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেয়া ওই বিবৃতিতে তেহরানসহ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা হওয়ার কথা স্বীকার করেছেন তারা।
 
বিবৃতিতে প্রতিরক্ষা বাহিনী বলেছে, রাজধানী তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যাবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে।
 
 
ইসরাইলের হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে ইরান। বিষয়টির সঙ্গে পরিচিত ইরান সরকারের একটি সূত্র দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেছে, ‘ইরান যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব দেয়ার অধিকার রাখে। ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো পদক্ষেপ নিলে দেশটি তার উপযুক্ত প্রতিক্রিয়া পাবে।’
 
যুক্তরাজ্য বলছে, ইসরাইলে ইরানের পাল্টা হামলা চালানো উচিত নয়। কমনওয়েলথ শীর্ষ সম্মেলন (সিএইচওজিএম) যোগ দিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় সফরে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার।
 
সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি ইরানি আগ্রাসনের বিরুদ্ধে ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। এই অঞ্চলে উত্তেজনা এড়াতে হবে এবং সব পক্ষকে সংযম দেখাতে হবে।’
 
 
তিনি বলেন, ‘ইরানের পাল্টা হামলা করা উচিত নয়। আমরা পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা কমাতে মিত্রদের সাথে কাজ চালিয়ে যাব।’
 
এদিকে ইরানের রাজধানীতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে তেহরানের পশ্চিমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা। তবে এখন সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 
ইসরাইলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানের অন্য একটি সংবাদমাধ্যমে বলা হয়, তেহরান ইসরাইলি আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।