ব্রেকিং নিউজ :
এক লাফে ভরিতে ৮,৯০০ টাকা বেড়েছে স্বর্ণ
দেশের বাজারে টানা চার দফা কমার পর আবারও স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (২৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়েছে, যা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হবে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য হবে দুই লাখ দুই হাজার ৭০৯ টাকা। ২১ ক্যারেটের দাম এক লাখ ৯৩ হাজার ৫০৬, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৬৫ হাজার ৮৬২ এবং সনাতন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩৭ হাজার ৮৪৬ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
















