ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এভারটনকে উড়িয়ে দিলো ইউনাইটেড, ভিলাকে হারাল চেলসি

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

এভারটনকে উড়িয়ে দিলো ইউনাইটেড, ভিলাকে হারাল চেলসি।

নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে আরও একটি দারুণ জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস রাশফোর্ড ও জশুয়া জিরকজির জোড়া গোলে এভারটনকে উড়িয়ে দিলো রেড ডেভিলরা।

রোববার (১ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেল চেলসি। দলকে জয়সূচক গোল তিনটি এনে দেন নিকোলাস জ্যাকসন, এনজো ফের্নান্দেজ ও কোল পালমার।

 
দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন কোচ আমোরিমের অধীনে নতুন শুরুর বার্তা দিচ্ছে ইউনাইটেড। আগের ম্যাচে ইউরোপা লিগে জার্মান ক্লাব বোদো গ্লিমটের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল রেড ডেভিলরা।
 
এবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সমর্থকদের আরও দারুণ জয় উপহার দিলো রাশফোর্ডরা। পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে তারা। ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ১১টি শট নিয়ে ৫টিই গোল মুখে রেখেছিল আমোরিমের শিষ্যরা।
 
সফলতা পেতেও বেশি সময় লাগেনি তাদের। প্রথমার্ধেই দলকে জোড়া গোলে এগিয়ে দেন রাশফোর্ড ও জিরকজি। ৩৪তম মিনিটে গড়বড় করে ফেলে এভারটন, তা থেকেই এগিয়ে যায় ইউনাইটেড। ইউনাইটেডের কর্নারের সময় সবাই যখন ছয় গজ বক্সের আশেপাশে ভিড় করে, ব্রুনো ফের্নান্দেজ তখন নিচু শটে খুঁজে নেন বক্সের বাইরে র‌াশফোর্ডকে। এই ইংলিশ ফরোয়ার্ডের জোরালো শট লক্ষ্যেই ছিল, সেদিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক; কিন্তু মাঝপথে আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার জ্যারার্ড ব্র্যাথওয়েট।
 
খানিক পর আবার ভুল করে বসেন ব্র্যাথওয়েট এবং সেটাও কাজে লাগাতে ভুল করেনি স্বাগতিকরা। নিজেদের সীমানায় সতীর্থের পাস পেয়ে প্রতিপক্ষের চাপের মুখে হারিয়ে ফেলেন এই সেন্টার-ব্যাক। আলগা বল ধরে দ্রুত বক্সে ঢুকে ফের্নান্দেজ বাঁদিকে খুঁজে নেন জিরকজিকে, আর প্রথম ছোঁয়ায় জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ স্ট্রাইকার।
 
 
বিরতির পর মাঠে নামার ২০ সেকেন্ডেই ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রাশফোর্ড। জিরকজির পাস ধরে দ্রুত এগিয়ে থ্রু বল বাড়ান আমাদ দিয়ালো। আর কাছ থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন র‌াশফোর্ড। ৬৪ মিনিটে এভারটনের জালে শেষ পেরেকটি ঠুকেন জিরকজি। বক্সে দিয়ালোর পাস পেয়ে ডান পায়ের প্লেসিং শটে স্কোরলাইন ৪-০ করেন জিরকজি।
 
দারুণ এই জয়ে লিগ টেবিলে চার ধাপ এগিয়েছে ইউনাইটেড। ১৩ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এভারটন।
 
দিনের আরেক ম্যাচে দারুণ জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এদিন অ্যাস্টন ভিলাকে কোনো সুযোগই দেয়নি তারা। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ৮টি গোল মুখে রেখেছিল ব্লুজ। দলকে ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। লিগে এ নিয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো ৮। বাঁ প্রান্ত থেকে কুকুরেয়ার কাটব্যাক বক্সে পেয়ে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন সেনেগালিজ ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো। পালমারের ছোট পাস এক টাচে দখলে নিয়ে হাফ-ভলি বানিয়ে ভিলার জাল কাঁপান এনজো।
 
তৃতীয় গোলটি আদায় করে নিতে অবশ্য বেশ সময় লেগে যায়। ৮৩তম মিনিটে মাদুয়েকের পাস দখলে নিয়ে বাঁ কর্নার দিয়ে জালে জড়ান পালমার। চেলসির হয়ে ৪৬ ম্যাচ খেলে এটি ইংলিশ মিডফিল্ডারের ৩৩তম গোল।
 
সহজ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ১৩ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েই দুইয়ে আছে আর্সেনাল। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অ্যাস্টন ভিলা।
  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
৫ বার পড়া হয়েছে

এভারটনকে উড়িয়ে দিলো ইউনাইটেড, ভিলাকে হারাল চেলসি

আপডেট সময় ১১:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

এভারটনকে উড়িয়ে দিলো ইউনাইটেড, ভিলাকে হারাল চেলসি।

নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে আরও একটি দারুণ জয় তুলে নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস রাশফোর্ড ও জশুয়া জিরকজির জোড়া গোলে এভারটনকে উড়িয়ে দিলো রেড ডেভিলরা।

রোববার (১ ডিসেম্বর) প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেল চেলসি। দলকে জয়সূচক গোল তিনটি এনে দেন নিকোলাস জ্যাকসন, এনজো ফের্নান্দেজ ও কোল পালমার।

 
দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন কোচ আমোরিমের অধীনে নতুন শুরুর বার্তা দিচ্ছে ইউনাইটেড। আগের ম্যাচে ইউরোপা লিগে জার্মান ক্লাব বোদো গ্লিমটের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল রেড ডেভিলরা।
 
এবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সমর্থকদের আরও দারুণ জয় উপহার দিলো রাশফোর্ডরা। পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে তারা। ৬০ শতাংশ সময় বল দখলে রেখে ১১টি শট নিয়ে ৫টিই গোল মুখে রেখেছিল আমোরিমের শিষ্যরা।
 
সফলতা পেতেও বেশি সময় লাগেনি তাদের। প্রথমার্ধেই দলকে জোড়া গোলে এগিয়ে দেন রাশফোর্ড ও জিরকজি। ৩৪তম মিনিটে গড়বড় করে ফেলে এভারটন, তা থেকেই এগিয়ে যায় ইউনাইটেড। ইউনাইটেডের কর্নারের সময় সবাই যখন ছয় গজ বক্সের আশেপাশে ভিড় করে, ব্রুনো ফের্নান্দেজ তখন নিচু শটে খুঁজে নেন বক্সের বাইরে র‌াশফোর্ডকে। এই ইংলিশ ফরোয়ার্ডের জোরালো শট লক্ষ্যেই ছিল, সেদিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক; কিন্তু মাঝপথে আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার জ্যারার্ড ব্র্যাথওয়েট।
 
খানিক পর আবার ভুল করে বসেন ব্র্যাথওয়েট এবং সেটাও কাজে লাগাতে ভুল করেনি স্বাগতিকরা। নিজেদের সীমানায় সতীর্থের পাস পেয়ে প্রতিপক্ষের চাপের মুখে হারিয়ে ফেলেন এই সেন্টার-ব্যাক। আলগা বল ধরে দ্রুত বক্সে ঢুকে ফের্নান্দেজ বাঁদিকে খুঁজে নেন জিরকজিকে, আর প্রথম ছোঁয়ায় জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ স্ট্রাইকার।
 
 
বিরতির পর মাঠে নামার ২০ সেকেন্ডেই ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন রাশফোর্ড। জিরকজির পাস ধরে দ্রুত এগিয়ে থ্রু বল বাড়ান আমাদ দিয়ালো। আর কাছ থেকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন র‌াশফোর্ড। ৬৪ মিনিটে এভারটনের জালে শেষ পেরেকটি ঠুকেন জিরকজি। বক্সে দিয়ালোর পাস পেয়ে ডান পায়ের প্লেসিং শটে স্কোরলাইন ৪-০ করেন জিরকজি।
 
দারুণ এই জয়ে লিগ টেবিলে চার ধাপ এগিয়েছে ইউনাইটেড। ১৩ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে উঠে এসেছে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এভারটন।
 
দিনের আরেক ম্যাচে দারুণ জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে এদিন অ্যাস্টন ভিলাকে কোনো সুযোগই দেয়নি তারা। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ৮টি গোল মুখে রেখেছিল ব্লুজ। দলকে ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। লিগে এ নিয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো ৮। বাঁ প্রান্ত থেকে কুকুরেয়ার কাটব্যাক বক্সে পেয়ে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন সেনেগালিজ ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো। পালমারের ছোট পাস এক টাচে দখলে নিয়ে হাফ-ভলি বানিয়ে ভিলার জাল কাঁপান এনজো।
 
তৃতীয় গোলটি আদায় করে নিতে অবশ্য বেশ সময় লেগে যায়। ৮৩তম মিনিটে মাদুয়েকের পাস দখলে নিয়ে বাঁ কর্নার দিয়ে জালে জড়ান পালমার। চেলসির হয়ে ৪৬ ম্যাচ খেলে এটি ইংলিশ মিডফিল্ডারের ৩৩তম গোল।
 
সহজ জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। ১৩ ম্যাচে ৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েই দুইয়ে আছে আর্সেনাল। অন্যদিকে ১৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অ্যাস্টন ভিলা।