ব্রেকিং নিউজ :
‘এরিকের সঙ্গে দেখা করতে চাই’— ট্রাম্পকে বললেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
মিশরের শারম-আল-শেখে অনুষ্ঠিত গাজায় স্থায়ী শান্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো মধ্যে হওয়া ব্যক্তিগত কথোপকথন ‘হট মাইকে’ ধরা পড়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে শোনা যায়, প্রাবোও ট্রাম্পকে বলেন, “আমি কি আপনার ছেলে এরিকের সঙ্গে দেখা করতে পারি?”
জবাবে ট্রাম্প হাসতে হাসতে বলেন, “আমি তাকে বলব আপনাকে ফোন করতে।”
প্রাবোও আরও বলেন, “এরিক বা ডন জুনিয়র—যে কেউ।”
ট্রাম্প অর্গানাইজেশনের এ দুই ভাই বর্তমানে কোম্পানিটির নির্বাহী সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঘটনাটি প্রকাশের পর ট্রাম্পের পারিবারিক ব্যবসা ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
তবে হোয়াইট হাউস ও ইন্দোনেশিয়া সরকার এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।