ব্রেকিং নিউজ :
এ বছরের রসায়ন নোবেল: তিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
২০২৫ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী— জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ওমর এম. ইয়াঘি।
তারা মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) নামে পরিচিত এক বিশেষ কাঠামো আবিষ্কার করেছেন, যা গ্যাসসহ নানা রাসায়নিক পদার্থ শোষণ ও পরিবহনে সক্ষম।
বুধবার (৮ অক্টোবর) সুইডেনের রয়েল একাডেমি অব সায়েন্স এই তিন গবেষককে পুরস্কারপ্রাপ্ত হিসেবে ঘোষণা করে।
কিতাগাওয়া কিউটো বিশ্ববিদ্যালয়ে, রবসন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে এবং ইয়াঘি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
এখন পর্যন্ত মোট ১১৬ জন বিজ্ঞানী রসায়নে নোবেল অর্জন করেছেন।