ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল প্রকাশ, জায়গা হয়নি শুভমান গিলের, ফিরেছেন ঈশান কিষাণ Logo শহীদ হাদির স্মরণে জার্সি উৎসর্গ করবে রাজশাহী Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনল ইসি Logo দুর্নীতির দ্বিতীয় মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের সাজা Logo জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত Logo ময়মনসিংহে যুবক হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেয়ার চেষ্টা: র‍্যাবের হাতে ৭ জন Logo শহিদ ওসমান হাদির জানাজায় মানুষের ঢল, মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমুদ্র Logo মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের স্রোত, পূর্ণ জনসমাবেশ Logo মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পৌঁছেছে হাদির Logo ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের

নিজস্ব সংবাদ :

 

বাংলাদেশের ওষুধ শিল্পে চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালার ফলে এই শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ওষুধ উৎপাদনে জড়িত উদ্যোক্তারা জানিয়েছেন, নীতিগত জটিলতার কারণে তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, সরকারের একজন সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়ম আরোপ করেছেন, যা ওষুধ শিল্পের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এর ফলে রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি নীতিকে “আত্মঘাতী” উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা যে হিংসার সংস্কৃতি তৈরি করেছি, তা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধারা থেকে বেরিয়ে আসা এখন অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ৩১ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে, যার মধ্যে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্য খাত। তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ শুধু ভোটের অধিকার নয়, জীবনের মৌলিক অধিকারগুলোও নিশ্চিত করতে চায়—এখন সেটাই সময়ের দাবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
১১৭ বার পড়া হয়েছে

ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের

আপডেট সময় ০১:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

 

বাংলাদেশের ওষুধ শিল্পে চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালার ফলে এই শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ওষুধ উৎপাদনে জড়িত উদ্যোক্তারা জানিয়েছেন, নীতিগত জটিলতার কারণে তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, সরকারের একজন সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়ম আরোপ করেছেন, যা ওষুধ শিল্পের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এর ফলে রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি নীতিকে “আত্মঘাতী” উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা যে হিংসার সংস্কৃতি তৈরি করেছি, তা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধারা থেকে বেরিয়ে আসা এখন অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ৩১ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে, যার মধ্যে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্য খাত। তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ শুধু ভোটের অধিকার নয়, জীবনের মৌলিক অধিকারগুলোও নিশ্চিত করতে চায়—এখন সেটাই সময়ের দাবি।