ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo গাজা সিটি দখলের পরিকল্পনায় ইসরায়েল, বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা Logo ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের Logo সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব Logo অসম্পূর্ণ ঘোষণাপত্রে আপত্তি জানিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ব্যাখ্যা দিলেন হাসনাত Logo বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকারের এক বছরের প্রচেষ্টা সফল: বাণিজ্য উপদেষ্টা Logo যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকর, অনিশ্চিত রয়ে গেছে রুলস অব অরিজিন Logo সরকারের দ্বিতীয় পর্যায় শুরু, মূল লক্ষ্য অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo রামপুরায় আন্দোলনের সময় গুলি করে হত্যা: পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা Logo ইসলামাবাদে শ্রদ্ধায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo নেতানিয়াহুর নতুন পরিকল্পনা: গাজা দখলে তীব্র উত্তেজনা বাড়ছে

ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের

নিজস্ব সংবাদ : চিন্ময় দে আনন্দ

 

বাংলাদেশের ওষুধ শিল্পে চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালার ফলে এই শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ওষুধ উৎপাদনে জড়িত উদ্যোক্তারা জানিয়েছেন, নীতিগত জটিলতার কারণে তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, সরকারের একজন সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়ম আরোপ করেছেন, যা ওষুধ শিল্পের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এর ফলে রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি নীতিকে “আত্মঘাতী” উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা যে হিংসার সংস্কৃতি তৈরি করেছি, তা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধারা থেকে বেরিয়ে আসা এখন অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ৩১ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে, যার মধ্যে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্য খাত। তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ শুধু ভোটের অধিকার নয়, জীবনের মৌলিক অধিকারগুলোও নিশ্চিত করতে চায়—এখন সেটাই সময়ের দাবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
১০ বার পড়া হয়েছে

ওষুধ শিল্প ধ্বংসের মুখে, সরকারের নীতির তীব্র সমালোচনা মির্জা ফখরুলের

আপডেট সময় ০১:১৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

 

বাংলাদেশের ওষুধ শিল্পে চরম সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালার ফলে এই শিল্প প্রায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে।

শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ওষুধ উৎপাদনে জড়িত উদ্যোক্তারা জানিয়েছেন, নীতিগত জটিলতার কারণে তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও দাবি করেন, সরকারের একজন সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়ম আরোপ করেছেন, যা ওষুধ শিল্পের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। এর ফলে রপ্তানিমুখী এই শিল্পের ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি নীতিকে “আত্মঘাতী” উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা যে হিংসার সংস্কৃতি তৈরি করেছি, তা জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ধারা থেকে বেরিয়ে আসা এখন অত্যন্ত জরুরি।”

তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই ৩১ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়েছে, যার মধ্যে অন্যতম অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্য খাত। তারেক রহমানকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, দেশের মানুষ শুধু ভোটের অধিকার নয়, জীবনের মৌলিক অধিকারগুলোও নিশ্চিত করতে চায়—এখন সেটাই সময়ের দাবি।