ব্রেকিং নিউজ :
কমবে সারাদেশের তাপমাত্রা, চট্টগ্রাম-সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস
কমবে সারাদেশের তাপমাত্রা, চট্টগ্রাম-সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস।
আগামী ৭২ ঘণ্টায় সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়ের মধ্যে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বুধবার (২০ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়াও বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রামের দু’একটি এলাকা এবং শুক্রবার সিলেট এবং চট্টগ্রামের কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ট্যাগস :
bangla news bangladesh desh desh 24 desh 24 live desh live আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বৃষ্টির পূর্বাভাস সিলেট