করাচি বন্দর ব্যবহারের সুযোগ পেল বাংলাদেশ
দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ–পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার দিগন্ত খুলে গেছে। বৈঠকে পাকিস্তান জানায়, বাংলাদেশ এখন থেকে করাচি বন্দর ব্যবহার করতে পারবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনীতি, কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি ও নৌপরিবহনসহ বেশ কিছু খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিন ঘণ্টাব্যাপী এই সভা শেষে বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “দুই দশক পর এমন বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। আমরা কৃষি, বাণিজ্য, আইটি ও খাদ্য নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছি।”
পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।
















